জাতীয় উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখছে চট্টগ্রাম বন্দর : রাষ্ট্রপতি

রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ বলেছেন, চট্টগ্রাম বন্দর জাতীয় উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখছে। ১৮৮৮ সালের ২৫ এপ্রিল চট্টগ্রাম বন্দর আনুষ্ঠানিক যাত্রা শুরু করে। তার আগে থেকেই জাতীয় উন্নয়নে এ বন্দরটি গুরুত্বপূর্ণ অবদান রাখছে। ভূ-রাজনৈতিক বিবেচনায় এ বন্দরের গুরুত্ব আজ বিশ্বব্যাপী স্বীকৃত।’
মঙ্গলবার ১৩০তম বন্দর দিবস উপলক্ষে দেওয়া আজ এক বাণীতে রাষ্ট্রপতি এ কথা বলেন।
চট্টগ্রাম বন্দরকে এ অঞ্চলের একটি আধুনিক এবং উন্নত বন্দর হিসেবে গড়ে তোলার প্রত্যয়ে বন্দর কর্তৃপক্ষের সর্বাত্মক প্রচেষ্টা অব্যাহত থাকবে এমন আশা প্রকাশ করে রাষ্ট্রপতি।
তিনি বলেন, বাংলাদেশের আর্থসামাজিক উন্নয়নে আগামীতেও চট্টগ্রাম বন্দরের গৌরবোজ্জ্বল ভূমিকা অক্ষুণ্ন থাকবে, এটাই দেশবাসীর প্রত্যাশা।
Print Friendly, PDF & Email

এই ক্যাটাগরীর আরো খবর