একজন সর্বকালের অন্যতম সেরা পেসার কোর্টনি ওয়ালশ। আরেকজন বাংলাদেশের সেরা পেসারমাশরাফি বিন মুর্তজা। বর্তমানে যিনি বাংলাদেশ জাতীয় দলের বোলিং কোচ হিসেবে দায়িত্ব পালন করছেন ওয়ালশ। সেই হিসেবে ওয়ানডে অধিনায়ক মাশরাফির ‘গুরু’ তিনি। গতকাল শুক্রবার আয়ারল্যান্ডের বিপক্ষে দুর্দান্ত বোলিং করে সেই গুরুকেই ছাড়িয়ে গেলেন ম্যাশ।
ডাবলিনের বাংলাদেশের ৮ উইকেটের বড় জয় ৬.৩ ওভার বোলিং করে ১৮ রান দিয়ে ২ উইকেট নেন মাশরাফি। এরই মধ্য দিয়ে ওয়ানডেতে উইকেট শিকারের দিক থেকে ওয়ালশকে পেছনে ফেলে টাইগার দলনায়ক।
ওয়েস্ট ইন্ডিজের সোনালি প্রজন্মের বোলার ওয়ালশ জাতীয় দলের জার্সিতে ২০৫টি ওয়ানডেতে ২২৭ উইকেট নেন। তাকে ছাড়িয়ে যেতে ১৭৪ ম্যাচ খেলেন মাশরাফি। ওয়ানডেতে এখন ম্যাশের উইকেটসংখ্যা ২২৮টি। ক্যারিয়ারে ৪ উইকেট ৬ বার এবং পাঁচ উইকেট একবার পান মাশরাফি। সেরা বোলিং ফিগার ৫/৪৭।
ওয়ানডেতে বাংলাদেশের সর্বোচ্চ উইকেটশিকারি বোলার মাশরাফিই। ১৭২ ম্যাচে ২২২ উইকেট নিয়ে অধিনায়কের পিছু ছুটছেন সহ-অধিনায়ক সাকিব আল হাসান।