বাঙালী কণ্ঠ নিউজঃ গাইবান্ধা জেলার ৩৩৬টি পুকুরের প্রায় ১ কোটি ১৫ লাখ টাকার মাছ পাহাড়ি ঢলে সৃষ্ট বন্যার পানিতে ভেসে গেছে।
মৎস্য অধিদপ্তর সূত্র জানায়, সুন্দরগঞ্জ, সদর, ফুলছড়ি ও শাঘাটা উপজেলার অনেক চাষি মুনাফা লাভের উদ্দেশ্যে তাদের পুকুরে বিশেষ কার্প জাতের মাছ চাষ করে।
তবে ব্রহ্মপুত্রের তীরবর্তী অঞ্চলে বন্যার কারণে উপজেলাগুলোর পুকুরগুলো ভেসে যাওয়ায় চাষিরা আশাহত হয়। বিভিন্ন চাষের পুকুর থেকে রুই, কাতলা, মৃগেল, বাটা মূসা, তেলাপিয়াসহ বিভিন্ন চাষের মাছ ভেসে যায়।সাঘাটা উপজেলার হলদিয়া ইউনিয়নের গোবিন্দপুর গ্রামের চাষি শাখাওয়াত হোসেন বলেন, গবাদিপশুসহ তার প্রায় লাখ টাকার মাছ বন্যায় ভেসে গেছে।
জেলা মৎস্য কর্মকর্তা আবদুল দীন বলেন, বন্যার কারনে ৩৩৬টি পুকুরের ১ কোটি ১৫ লাখ টাকার মাছ পানিতে ভেসে গেছে। এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য উপজেলার ক্ষতিগ্রস্ত চাষিদের তালিকা উর্দ্ধতন কতৃপক্ষের কাছে পাঠানো হয়েছে।বাসস।