জামালপুরের বকশীগঞ্জে পুকুরে গোসল করতে নেমে পানিতে ডুবে রিফাত (১৬) নামের এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। রিফাত বকশীগঞ্জ থানায় কর্মরত পুলিশের উপপরিদর্শক (এসআই) লাভলুর ছোট ভাই।
বুধবার (১৫ মে ) দুপুরে রিফাত বন্ধুদের সঙ্গে উপজেলা পরিষদের পুকুরে গোসল করতে গিয়ে পানিতে ডুবে মারা যায়।
রিফাত শেরপুর জেলার দীঘারপাড় গ্রামের আব্দুল হালিম সরকারের ছেলে।
সে এবার এসএসসি পরীক্ষায় জিপিএ ৫ পেয়ে উত্তীর্ণ হয়েছিল।বকশীগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের টিম লিডার মো. তুহিনুল হক বলেন, দুপুর ১টার দিকে রিফাতসহ কয়েকজন উপজেলা পরিষদের পুকুরে গোসল করতে নামে। এক পাড় থেকে অন্য পাড়ে সাঁতার কেটে যাওয়ার সময় মাঝ পুকুরে গিয়ে ডুবে যায় রিফাত। এ সময় স্থানীয়রাসহ পুকুরে থাকা লোকজন অনেক খোঁজাখুঁজি করে তাকে না পেয়ে ফায়ার সার্ভিসে খবর দেয়।
খবর পেয়ে ফায়ার সার্ভিসে একটি দল ঘটনাস্থলে পৌঁছয়। পরে জামালপুর থেকে ডুবরিদল এসে রিফাতের মরদেহ উদ্ধার করে।বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল আহাদ খান বলেন, দুপুরে উপজেলা পরিষদের পুকুরে গোসল করতে নামে রিফাত। এক পর্যায়ে পানিতে ডুবে যায়।
পরে ফায়ার সার্ভিস ও ডুবুরিদল উদ্ধার করে হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।