বাঙালী কণ্ঠ নিউজঃ প্রধানমন্ত্রী শেখ হাসিনা মুক্তামনিকে যদি বিদেশে পাঠানোর প্রয়োজন হয় তা হলে তাকে পাঠানোর নির্দেশ দিয়েছেন। গতকাল মঙ্গলবার ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিটের সমন্বয়কারী ডা. সামন্ত লাল সেন এ তথ্য জানান।
ডা. সামন্ত লাল সেন দুপুর ২টার দিকে জানান, তিনি কিছুক্ষণ আগে প্রধানমন্ত্রীর অফিসে তার সঙ্গে সাক্ষাৎ করেছেন। সেখানে তিনি প্রধানমন্ত্রীকে মুক্তামনির ছবি দেখিয়েছেন। প্রধানমন্ত্রী তখন তাকে নির্দেশ দেন, মুক্তামনির চিকিৎসায় জন্য যদি বিদেশে পাঠানোর দরকার হয়, তা হলে সেখানেই তাকে পাঠাবেন।
ডা. সামন্ত লাল সেন বলেন, ‘প্রধানমন্ত্রী বলেছেন- ওর চিকিৎসায় যেন কোনো গাফিলতি না হয়।’ প্রধানমন্ত্রীর অফিস থেকে বের হয়ে ইতোমধ্যেই ডা. সামন্ত লাল সেন সিঙ্গাপুরের জেনারেল হাসপাতালে যোগাযোগ শুরু করেছেন বলেও জানান তিনি।
প্রসঙ্গত, বিরল রোগে আক্রান্ত সাতক্ষীরার শিশু মুক্তামনিকে ১১ জুলাই ঢামেকের বার্ন ইউনিটে ভর্তি করা হয়। তার চিকিৎসার দায়িত্ব নিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শিশুটির এক হাত ফুলে গিয়ে দেহের চেয়েও ভারি হয়ে গেছে।