গাজীপুরের টঙ্গীতে ১১ বছরের কিশোরীকে ধর্ষণের চেষ্টার অভিযোগে আবু আক্কাসকে (৩৩) গ্রেপ্তার করেছে টঙ্গী পূর্ব থানা পুলিশ।
গ্রেফতারকৃত আবু আক্কাস, নীলফামারী জেলার ডোমার থানার দক্ষিণ মুকুট পুর গ্রামের তৌহিদ ইসলামের ছেলে।
থানার অভিযোগ সূত্রে জানা যায়, গতকাল বুধবার সকালে টঙ্গি পূর্ব থানাধীন গোপালপুর এলাকার জনৈক্য আলমগীর হোসেনের বাড়িতে অভিযুক্ত আসামি ভুক্তভোগী কিশোরীকে ধর্ষণের চেষ্টা করে।
পরবর্তীতে এলাকাবাসী অভিযুক্ত আবু আক্কাসকে আটক করে পুলিশে সোপর্দ করে। ভুক্তভোগীর মা টঙ্গী পূর্ব থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।
এ বিষয়ে টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)ফরিদুল ইসলাম আমাদের সময়কে জানান, ধর্ষণ চেষ্টার অভিযোগে টঙ্গী পূর্ব থানায় মামলার রুজু করা হয়েছে। গ্রেপ্তারকৃত আসামিকে উক্ত মামলায় গ্রেপ্তার দেখিয়ে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।