ঢাকা , বুধবার, ২৬ মার্চ ২০২৫, ১১ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ

পাচারকালে নারী শিশুসহ ১৮ রোহিঙ্গা উদ্ধার, দালাল আটক

কক্সবাজারের টেকনাফ উপজেলা বাহারছড়া উপকূলীয় এলাকার পাহাড়ে অভিযান চালিয়ে নারী শিশুসহ ১৮ রোহিঙ্গা উদ্ধার পুলিশ । এ সময় মেহেবুব প্রকাশ নেজাম উদ্দিন নামে এক দালালকেও আটক করা হয়। উদ্ধারকৃতদের মধ্যে ১১ জন নারী, ৫ জন শিশু ও ২ জন পুরুষ রয়েছেন।

আটক দালাল টেকনাফ সদর ইউনিয়নের হাজম পাড়া এলাকার মোহাম্মদ হোসেন প্রকাশ লাল মোহাম্মদ ছেলে।

জানা গেছে, গতকাল বুধবার দিবাগত রাতে টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের কচ্ছপিয়া পাহাড়ি এলাকা থেকে ১৮ ভিকটিমসহ মানবপাচারকারী একজন দালালকে আটক করে পুলিশ।

টেকনাফ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ গিয়াস উদ্দিন বলেন, ‘বুধবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি টেকনাফ উপজেলার বাহারছড়া উপকূলীয় এলাকা কচ্ছপিয়া পাহাড়ি এলাকায় কয়েকজনকে মালয়েশিয়া পাচারের উদ্দেশ্যে জিম্মি করে রাখা হয়েছে। এমন সংবাদে থানা পুলিশের একটি বিশেষ টিম পাহাড়ে অভিযান চালিয়ে ১ দালালসহ ১৮ জন রোহিঙ্গা মালয়েশিয়াগামী ভিকটিমকে আটক করা হয়। এদের মধ্যে ১১ জন নারী, ৫ জন শিশু ও ২ জন পুরুষ রয়েছেন।’

উদ্ধার হওয়া জন্নাত আরা বলেন, ‘ক্যাম্পে আমার বিয়ের কথা হয়েছিল। তখন ছেলের পক্ষে থেকে তিন-চার লাখ টাকা দাবি করছিল। এত টাকা আমরা কীভাবে দিব। এ কারণে আমার বিয়ে হয় নাই। আমাদের এক আত্মীয় মালয়েশিয়া থাকেন। সেখানে আমার বিয়ে ঠিক হয়েছে। সে কারণে দালালের মাধ্যমে মালয়েশিয়া যাওয়ার জন্য প্রস্তুতি নিয়েছিলাম। অবশেষে পুলিশ আমাদেরকে ধরে নিয়ে আসে।’

ওসি জানান, আটক দালাল ও উদ্ধার ভিকটিমদের বিরুদ্ধে আইনগত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে। মানব পাচারকারীদেরকে ধরতে পুলিশের অভিযান অব্যাহত আছে।

Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

জনপ্রিয় সংবাদ

পাচারকালে নারী শিশুসহ ১৮ রোহিঙ্গা উদ্ধার, দালাল আটক

আপডেট টাইম : ০৪:৫৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৩ মার্চ ২০২৫

কক্সবাজারের টেকনাফ উপজেলা বাহারছড়া উপকূলীয় এলাকার পাহাড়ে অভিযান চালিয়ে নারী শিশুসহ ১৮ রোহিঙ্গা উদ্ধার পুলিশ । এ সময় মেহেবুব প্রকাশ নেজাম উদ্দিন নামে এক দালালকেও আটক করা হয়। উদ্ধারকৃতদের মধ্যে ১১ জন নারী, ৫ জন শিশু ও ২ জন পুরুষ রয়েছেন।

আটক দালাল টেকনাফ সদর ইউনিয়নের হাজম পাড়া এলাকার মোহাম্মদ হোসেন প্রকাশ লাল মোহাম্মদ ছেলে।

জানা গেছে, গতকাল বুধবার দিবাগত রাতে টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের কচ্ছপিয়া পাহাড়ি এলাকা থেকে ১৮ ভিকটিমসহ মানবপাচারকারী একজন দালালকে আটক করে পুলিশ।

টেকনাফ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ গিয়াস উদ্দিন বলেন, ‘বুধবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি টেকনাফ উপজেলার বাহারছড়া উপকূলীয় এলাকা কচ্ছপিয়া পাহাড়ি এলাকায় কয়েকজনকে মালয়েশিয়া পাচারের উদ্দেশ্যে জিম্মি করে রাখা হয়েছে। এমন সংবাদে থানা পুলিশের একটি বিশেষ টিম পাহাড়ে অভিযান চালিয়ে ১ দালালসহ ১৮ জন রোহিঙ্গা মালয়েশিয়াগামী ভিকটিমকে আটক করা হয়। এদের মধ্যে ১১ জন নারী, ৫ জন শিশু ও ২ জন পুরুষ রয়েছেন।’

উদ্ধার হওয়া জন্নাত আরা বলেন, ‘ক্যাম্পে আমার বিয়ের কথা হয়েছিল। তখন ছেলের পক্ষে থেকে তিন-চার লাখ টাকা দাবি করছিল। এত টাকা আমরা কীভাবে দিব। এ কারণে আমার বিয়ে হয় নাই। আমাদের এক আত্মীয় মালয়েশিয়া থাকেন। সেখানে আমার বিয়ে ঠিক হয়েছে। সে কারণে দালালের মাধ্যমে মালয়েশিয়া যাওয়ার জন্য প্রস্তুতি নিয়েছিলাম। অবশেষে পুলিশ আমাদেরকে ধরে নিয়ে আসে।’

ওসি জানান, আটক দালাল ও উদ্ধার ভিকটিমদের বিরুদ্ধে আইনগত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে। মানব পাচারকারীদেরকে ধরতে পুলিশের অভিযান অব্যাহত আছে।