ঢাকা , বুধবার, ২৫ জুন ২০২৫, ১০ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ

ধরা পড়ল ৮৮ কেজির বিশাল বাঘাইড় মাছ, দাম কত জানেন

মাথা খারাপ হওয়া অবস্থা, ধরা পড়লো ৮৮ কেজির বাঘাইড় মাছ! রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলায় দৌলতদিয়া ফেরিঘাট বরাবর পদ্মা ও যমুনার মিলনস্থলে এত বড় মাছটি ধরা পড়ে আজ।

শুক্রবার সকালে ধরা পড়া ৮৮ কেজি ওজনের বিশাল বাঘাইড় মাছটি পরে ৮০ হাজার টাকায় বিক্রি হয়। স্থানীয়রা জানান, অনেক দিন পর এত বড় বাঘাইড় মাছ পদ্মায় ধরা পড়ল।

মৎস্য ব্যবসায়ী ও মাছ ক্রেতা মো. শাজাহান জানান, শুক্রবার ভোরে স্থানীয় জেলে নিমাই হালদার ও চার সহকর্মীকে সঙ্গে নিয়ে ইঞ্জিনচালিত নৌকা নিয়ে পদ্মায় মাছ ধরতে জাল ফেলেন।  অনেক সময় পেরিয়ে


গেলেও মাছ না পেয়ে অনেকটা হতাশ হয়ে পড়েন তিনি।

তিনি জানান, সকাল পৌনে আটটার দিকে হঠাৎ তাদের জালে বড় রকমের ঝাঁকি দেয়।  এতে তিনি অনেকটা আঁতকে ওঠেন।  তবে সাহসের সঙ্গেই সবাই মিলে জাল টানতে থাকেন।

মাছ ক্রেতা মো. শাজাহান জানান, নৌকার কাছাকাছি আসামাত্র মাছটি এমন জোরে ঝাঁকি দেয় যে, নৌকাটি ডুবতে থাকে।  এ সময় তারা চিৎকার করতে থাকলে দ্রুত আরেকটি ট্রলার তাদের কাছে পৌঁছে।

তিনি জানান, পরে জালসহ বিশাল বাঘাইড় মাছটি তারা ওই নৌকায় তুলে তীরে ফিরে আসেন।  জেলে নিমাই হালদারের কাছ থেকে তিনি মাছটি কিনে নেন।

পরে ফেরিঘাটের মৎস্য আড়তে মৎস্য ব্যবসায়ীরা মিলে বাঘাইড় মাছটি কাটেন।  এ সময় মাছটি ঘিরে উৎসুক জনতার ভিড় লক্ষ্য করা যায়।

মৎস্য ব্যবসায়ী শাজাহান জানান, তার কাছ থেকে এ মাছটি ৯০০ টাকা কেজি দরে কিনে নেন স্থানীয় আরেক মৎস্য ব্যবসায়ী নুরুল ইসলাম শেখ।

নুরুল ইসলাম জানান, মাছটির ওজন ৮৮ কেজিরও বেশি।  কিন্তু আমরা তাকে ৮৮ কেজির দাম দিয়েছি। প্রায় তিন বছর আগে এ পদ্মা থেকে ৮০ কেজি ওজনের আরেকটি বাঘাইড় পেয়েছিলেন বলে জানান তিনি।

Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

ধরা পড়ল ৮৮ কেজির বিশাল বাঘাইড় মাছ, দাম কত জানেন

আপডেট টাইম : ০৬:০৪ অপরাহ্ন, শুক্রবার, ১ জুলাই ২০১৬

মাথা খারাপ হওয়া অবস্থা, ধরা পড়লো ৮৮ কেজির বাঘাইড় মাছ! রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলায় দৌলতদিয়া ফেরিঘাট বরাবর পদ্মা ও যমুনার মিলনস্থলে এত বড় মাছটি ধরা পড়ে আজ।

শুক্রবার সকালে ধরা পড়া ৮৮ কেজি ওজনের বিশাল বাঘাইড় মাছটি পরে ৮০ হাজার টাকায় বিক্রি হয়। স্থানীয়রা জানান, অনেক দিন পর এত বড় বাঘাইড় মাছ পদ্মায় ধরা পড়ল।

মৎস্য ব্যবসায়ী ও মাছ ক্রেতা মো. শাজাহান জানান, শুক্রবার ভোরে স্থানীয় জেলে নিমাই হালদার ও চার সহকর্মীকে সঙ্গে নিয়ে ইঞ্জিনচালিত নৌকা নিয়ে পদ্মায় মাছ ধরতে জাল ফেলেন।  অনেক সময় পেরিয়ে


গেলেও মাছ না পেয়ে অনেকটা হতাশ হয়ে পড়েন তিনি।

তিনি জানান, সকাল পৌনে আটটার দিকে হঠাৎ তাদের জালে বড় রকমের ঝাঁকি দেয়।  এতে তিনি অনেকটা আঁতকে ওঠেন।  তবে সাহসের সঙ্গেই সবাই মিলে জাল টানতে থাকেন।

মাছ ক্রেতা মো. শাজাহান জানান, নৌকার কাছাকাছি আসামাত্র মাছটি এমন জোরে ঝাঁকি দেয় যে, নৌকাটি ডুবতে থাকে।  এ সময় তারা চিৎকার করতে থাকলে দ্রুত আরেকটি ট্রলার তাদের কাছে পৌঁছে।

তিনি জানান, পরে জালসহ বিশাল বাঘাইড় মাছটি তারা ওই নৌকায় তুলে তীরে ফিরে আসেন।  জেলে নিমাই হালদারের কাছ থেকে তিনি মাছটি কিনে নেন।

পরে ফেরিঘাটের মৎস্য আড়তে মৎস্য ব্যবসায়ীরা মিলে বাঘাইড় মাছটি কাটেন।  এ সময় মাছটি ঘিরে উৎসুক জনতার ভিড় লক্ষ্য করা যায়।

মৎস্য ব্যবসায়ী শাজাহান জানান, তার কাছ থেকে এ মাছটি ৯০০ টাকা কেজি দরে কিনে নেন স্থানীয় আরেক মৎস্য ব্যবসায়ী নুরুল ইসলাম শেখ।

নুরুল ইসলাম জানান, মাছটির ওজন ৮৮ কেজিরও বেশি।  কিন্তু আমরা তাকে ৮৮ কেজির দাম দিয়েছি। প্রায় তিন বছর আগে এ পদ্মা থেকে ৮০ কেজি ওজনের আরেকটি বাঘাইড় পেয়েছিলেন বলে জানান তিনি।