ঢাকা মহানগর সাংগঠনিক সম্পাদক শহীদ রিয়াজুল হক খান মিল্কীর তৃতীয় মৃত্যু বার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষ্যে শনিবার রাজধানীর মতিঝিলে মহানগর দক্ষিণ যুবলীগ স্মরণসভা ও মিলাদ মাহফিলের আয়োজন করে। এতে উপস্থিত ছিলেন বেসরকারি বিমান ও পর্যটন মন্ত্রী রাশেদ খান মেনন। এছাড়াও ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহ আলম মুরাদ, মহানগর দক্ষিণ সভাপতি ইসমাইল চৌধুরী সম্রাট, আওয়ামী লীগ নেতা গোলাম আশরাফুল তালুকদার ও যুবলীগের ওয়ার্ড সভাপতি মারুফ রেজা সাগর উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, ২০১৩ সালের ৩০ জুলাই রাতে গুলশানের শপার্স ওয়ার্ল্ড শপিং মলের সামনে যুবলীগ নেতা রিয়াজুল হক খান মিল্কী খুন হন।

বাঙ্গালী কণ্ঠ ডেস্ক 























