ঢাকা মহানগর সাংগঠনিক সম্পাদক শহীদ রিয়াজুল হক খান মিল্কীর তৃতীয় মৃত্যু বার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষ্যে শনিবার রাজধানীর মতিঝিলে মহানগর দক্ষিণ যুবলীগ স্মরণসভা ও মিলাদ মাহফিলের আয়োজন করে। এতে উপস্থিত ছিলেন বেসরকারি বিমান ও পর্যটন মন্ত্রী রাশেদ খান মেনন। এছাড়াও ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহ আলম মুরাদ, মহানগর দক্ষিণ সভাপতি ইসমাইল চৌধুরী সম্রাট, আওয়ামী লীগ নেতা গোলাম আশরাফুল তালুকদার ও যুবলীগের ওয়ার্ড সভাপতি মারুফ রেজা সাগর উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, ২০১৩ সালের ৩০ জুলাই রাতে গুলশানের শপার্স ওয়ার্ল্ড শপিং মলের সামনে যুবলীগ নেতা রিয়াজুল হক খান মিল্কী খুন হন।