ঢাকা , শুক্রবার, ০৪ অক্টোবর ২০২৪, ১৯ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ

বংশাই নদীতে নৌকাবাইচ অনুষ্ঠিত

টাঙ্গাইলের মির্জাপুরের বংশাই নদীতে ঐতিহ্যবাহী নৌকাবাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। এই প্রতিযোগিতা দেখতে নদীর দুই তীরে হাজার হাজার জনতার ভিড় জমে। সোমবার (১৯ সেপ্টেম্বর) বিকেলে মির্জাপুর পৗরসভা ও পার্শ্ববর্তী লতিফপুর ইউনিয়ন পরিষদের যৌথ উদ্যোগে এই নৌকাবাইচের আয়োজন করা হয়।

নৌকাবাইচ প্রতিযোগিতায় মির্জাপুর উপজেলা ছাড়াও পার্শ্ববর্তী বাসাইল, নাগরপুর, দেলদুয়ার, কালিহাতি ও গাজীপুরের কালিয়াকৈর থেকে সরঙা (ছিপ নৌকা) নৌকা নিয়ে প্রতিযোগীরা অংশগ্রহণ করেন। বিকেল ৪টায় এই প্রতিযোগিতা শুরু হয়।

প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করে বাসাইলের ফুলকীর সোনারতরী নৌকা ও দ্বিতীয় স্থান অধিকার করে মির্জাপুরের বুধিরপাড়া ছিপ নৌকা।

প্রতিযোগিতা শেষে বংশাই নদীর তীরে অবস্থিত লতিফপুর ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে পুরস্কার প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয়।

লতিফপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাকির হোসেনের সভাপতিত্বে বক্তৃতা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মাসুম আহমেদ, পৌরসভার মেয়র সাহাদাৎ হোসেন সুমন, মির্জাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাইন উদ্দিন প্রমুখ। পরে অতিথিরা বিজয়ীদের মধ্যে পুরস্কার প্রদান করেন।

Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

বংশাই নদীতে নৌকাবাইচ অনুষ্ঠিত

আপডেট টাইম : ০৬:০৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ সেপ্টেম্বর ২০১৬

টাঙ্গাইলের মির্জাপুরের বংশাই নদীতে ঐতিহ্যবাহী নৌকাবাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। এই প্রতিযোগিতা দেখতে নদীর দুই তীরে হাজার হাজার জনতার ভিড় জমে। সোমবার (১৯ সেপ্টেম্বর) বিকেলে মির্জাপুর পৗরসভা ও পার্শ্ববর্তী লতিফপুর ইউনিয়ন পরিষদের যৌথ উদ্যোগে এই নৌকাবাইচের আয়োজন করা হয়।

নৌকাবাইচ প্রতিযোগিতায় মির্জাপুর উপজেলা ছাড়াও পার্শ্ববর্তী বাসাইল, নাগরপুর, দেলদুয়ার, কালিহাতি ও গাজীপুরের কালিয়াকৈর থেকে সরঙা (ছিপ নৌকা) নৌকা নিয়ে প্রতিযোগীরা অংশগ্রহণ করেন। বিকেল ৪টায় এই প্রতিযোগিতা শুরু হয়।

প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করে বাসাইলের ফুলকীর সোনারতরী নৌকা ও দ্বিতীয় স্থান অধিকার করে মির্জাপুরের বুধিরপাড়া ছিপ নৌকা।

প্রতিযোগিতা শেষে বংশাই নদীর তীরে অবস্থিত লতিফপুর ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে পুরস্কার প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয়।

লতিফপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাকির হোসেনের সভাপতিত্বে বক্তৃতা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মাসুম আহমেদ, পৌরসভার মেয়র সাহাদাৎ হোসেন সুমন, মির্জাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাইন উদ্দিন প্রমুখ। পরে অতিথিরা বিজয়ীদের মধ্যে পুরস্কার প্রদান করেন।