বাঙালী কণ্ঠ নিউজঃ নড়াইলে পরিবারের ‘বোঝা’ মনে করে অশীতিপর মা পুজোলী বেগমকে বাঁশ বাগানে ফেলে দেয়ার ঘটনায় তার ৩ ছেলে-মেয়েকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার রাতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আটকরা হলেন, পুজোলী বেগমের বড় ছেলে ডাহু শেখ, ছোট ছেলে রাবু শেখ ও বড় মেয়ে কুলসুম বেগম। মেঝ ছেলে বাবু শেখ ও তার স্ত্রীকে আটকে অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
নড়াইলের লোহাগড়া উপজেলার লক্ষ্মীপাশা ইউনিয়নের কুচিয়াবাড়ী গ্রামের পুজোলী বেগমকে (৯০) গত ২৬ সেপ্টেম্বর রাতে মেঝ ছেলে বাবু শেখ ও তার স্ত্রী মিলে রাস্তার পাশের বাশঁ বাগানে ফেলে রেখে আসেন।
পুজোলী শেখ কুচিয়াবাড়ি গ্রামের মৃত সামাদ শেখের স্ত্রী। ৫ সন্তানের জননীর এমন করুণ অবস্থা ফেসবুকে ভাইরাল হওয়ার পর পুলিশ নড়েচড়ে বসে। ঘটনাস্থলে গিয়ে পুজোলী বেগমের খোঁজখবর নেয়।
তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে তার ছেলে-মেয়েরা সটকে পড়েন। এদিকে, লোহাগড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান সৈয়দ ফয়জুল আমির লিটু পুজোলী বেগমের ভরণ-পোষণসহ যাবতীয় দায়িত্ব নিয়েছেন।
তিনি প্রাথমিকভাবে তাকে ৫ হাজার টাকা সহযোগিতা করেন। এখন থেকে প্রতিমাসে ৩ হাজার টাকা করে দেয়ার ঘোষণা দিয়েছেন।