বাঙালী কণ্ঠ নিউজঃ প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭২তম জন্মদিন উদযাপন উপলক্ষে মানিকগঞ্জের শিবালয়ে আয়োজন করা হয় এক নৌকাবাইচ প্রতিযোগিতা।
শুক্রবার বিকেলে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী এই প্রতিযোগিতা দেখতে ভীড় করেন হাজারো মানুষ। মানিকগঞ্জ ছাড়াও আশপাশের জেলা থেকে বাহারী নৌকা নিয়ে হাজির হন প্রতিযোগীরা।
নৌকাবাইচ প্রতিযোগিতা অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন শিবালয় উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহিদী হাসান, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খন্দকার ইমাম হোসেন, মানিকগঞ্জ সদর উপজেলা আওয়ামী লীগ সভাপতি মোনায়েম খান, শিবালয় উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি বিকাশ সাহা, সাধারণ সম্পাদক আব্দুল কুদ্দুস ও শিবালয় মডেল ইউনিয়নের চেয়ারম্যান মো. আলাল উদ্দিন আলালসহ প্রমূখ।
প্রতিযোগিতায় অংশ নিতে মানিকগঞ্জ, টাঙ্গাইল ও সিরাজগঞ্জসহ আশপাশের জেলা থেকে সকাল থেকেই ছোট-বড় নৌকা নিয়ে হাজির হন মাঝিরা। পড়ন্ত বিকেলে খালের জলরাশিতে ছন্দময় বাইচ প্রতিযোগিতা দেখতে উপস্থিত হন হাজার হাজার মানুষ।
নৌকা বাইচের পাশাপাশি নেচে গেয়ে অনেকেই দর্শনার্থীদের দেন বাড়তি আনন্দ। দর্শক আর প্রতিযোগীদের কণ্ঠে ছিল এ ধরনের প্রতিযোগিতা অব্যাহত রাখার দাবি।
আয়োজক আব্দুর রহিম খান জানান, নৌকাবাইচ গ্রাম-বাংলার একটি ঐতিহ্যবাহী প্রতিযোগিতা। বাংলাদেশ আওয়ামী লীগের প্রতীক হচ্ছে নৌকা। এই নৌকা শান্তির কথা বলে। উন্নয়নের কথা বলে। তাই প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উদযাপন করা হলো নৌকাবাইচের মধ্য দিয়ে।