ধূমপায়ীদের ক্ষতিকর অভ্যাস ত্যাগ করতে ইলেকট্রনিক সিগারেট সেবনে উৎসাহ দিতে বলেছে যুক্তরাজ্যের রয়েল কলেজ অব ফিজিশিয়ান। তাদের মতে ই সিগারেট, নিয়মিত ধূমপানের চেয়ে নিরাপদ এবং এই ক্ষতিকর অভ্যাস ত্যাগ করতে সহায়ক ভূমিকা পালন করবে।
প্রতিষ্ঠানটির ২০০ পৃষ্ঠার প্রতিবেদনে বলা হয়েছে, সঠিকভাবে ই সিগারেট ব্যবহারের মাধ্যমে এটি পৃথিবীজুড়ে লক্ষ লক্ষ মানুষের জীবনযাত্রার মানের উন্নতি ঘটাতে পারবে। অনেকের মতে ই সিগারেট সেবন ধূমপায়ী হয়ে ওঠার প্রথম ধাপ। তবে রয়েল কলেজ অব ফিজিশিয়ান বলেছে, এমন ধারণা ভিত্তিহীন।
তবে ধূমপায়ীদের ইলেকট্রনিক সিগারেট যুক্তরাজ্যের জাতীয় স্বাস্থ্য সংস্থা সরবরাহ করবে না। ব্যবহারকারীদের কিনেই ব্যবহার করতে হবে বলে বিবিসি জানিয়েছে। দেশটির চিকিৎসকরা ধূমপান ত্যাগে সহায়তা বিষয়ক সরকারি ছাড়পত্র পেলেই কেবল ই সিগারেট সেবনের প্রেসক্রিপশন দিতে পারবেন। বিবিসি।