বাঙালী কণ্ঠ নিউজঃ কিশোরগঞ্জের ভৈরব উপজেলায় মোবাইল ফোনে ডেকে এনে সেলিম মিয়া (৪০) নামের এক ব্যক্তিকে জবাই করেছে দুর্বৃত্তরা। সেলিম মিয়া ভৈরব শিমুলকান্দি ইউনিয়নের শিমুলকান্দি বন্দের বাড়ীর বাসিন্দা। পেশায় একজন কাঠুরিয়া।
স্থানীয় সূত্র জানায়, নিহত সেলিম মিয়া কাঠুরিয়া হলেও সে গরু চোর দলের সদস্য ছিলেন। তাই ধারণা করা হচ্ছে ভাগাভাগি নিয়ে দ্বন্দ্বের কারণে গরু চোরের অন্য সদস্যরা তাকে ডেকে নিয়ে হত্যা করে থাকতে পারে। শনিবার (১৩ অক্টোবর) শ্রীনগর ইউনিয়নের তেয়ারীরচর ইউনিয়নের একটি খালেরপাড় থেকে লাশ উদ্ধার করে পুলিশ।
ভৈরব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মোখলেছুর রহমান জানান, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থল থেকে হাত-পা বাঁধা অবস্থায় নিহতের গলাকাটা লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
ওসি মোঃ মোখলেছুর রহমান জানান, সেলিমের নামে গরু চুরির কোন অভিযোগ বা মামলা নেই।