ঢাকা , শুক্রবার, ১১ অক্টোবর ২০২৪, ২৬ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ

শিশু রাইফার মৃত্যু: চার চিকিৎসকের বিচার শুরু

চট্টগ্রামের সাংবাদিক রুবেল খানের শিশুকন্যা রাইফার মৃত্যুর ঘটনায় দায়ের হওয়া মামলায় চার চিকিৎসকের বিরুদ্ধে আদালতে অভিযোগ গঠন হয়েছে।

সোমবার (৩০ সেপ্টেম্বর) চট্টগ্রামের অতিরিক্ত প্রথম মহানগর দায়রা জজ মো. কামাল হোসেন শিকদারের আদালত অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন।

অভিযুক্ত চিকিৎসকরা হলেন ডা. লিয়াকত আলী খান, ডা. বিধান রায় চৌধুরী, ডা. দেবাশীষ সেনগুপ্ত ও ডা. শুভ্র দেব।

২০১৮ সালের ২৯ জুন রাতে চট্টগ্রামের বেসরকারি ম্যাক্স হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় সাংবাদিক রুবেল খানের আড়াই বছরের শিশুকন্যা রাফিদা খান রাইফা।

মেয়ের অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় বাবা রুবেল খান বাদী হয়ে ২০১৮ সালের ২০ জুলাই চার চিকিৎসককে আসামি করে চকবাজার থানায় একটি মামলা দায়ের করেন। মামলাটি তদন্ত করে গত ১২ মার্চ পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) চট্টগ্রাম মেট্রো ইউনিট আদালতে চার চিকিৎসকের বিরুদ্ধে অভিযোগপত্র জমা দেয়। পরে ১২ মে চট্টগ্রামের চতুর্থ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সালাউদ্দিনের আদালত তদন্তকারী কর্মকর্তার দেওয়া অভিযোগপত্রটি আমলে নেন।

বাদীপক্ষের আইনজীবী ইকবাল হোসেন বলেন, দণ্ডবিধির ৩০৪ (এ) ধারায় অবহেলাজনিত মৃত্যু এবং ১০৯ ধারায় অবহেলার প্ররোচনার অভিযোগ গঠন করা হয়েছে চার আসামির বিরুদ্ধে।

Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

শিশু রাইফার মৃত্যু: চার চিকিৎসকের বিচার শুরু

আপডেট টাইম : ০৫:২৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১ অক্টোবর ২০২৪

চট্টগ্রামের সাংবাদিক রুবেল খানের শিশুকন্যা রাইফার মৃত্যুর ঘটনায় দায়ের হওয়া মামলায় চার চিকিৎসকের বিরুদ্ধে আদালতে অভিযোগ গঠন হয়েছে।

সোমবার (৩০ সেপ্টেম্বর) চট্টগ্রামের অতিরিক্ত প্রথম মহানগর দায়রা জজ মো. কামাল হোসেন শিকদারের আদালত অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন।

অভিযুক্ত চিকিৎসকরা হলেন ডা. লিয়াকত আলী খান, ডা. বিধান রায় চৌধুরী, ডা. দেবাশীষ সেনগুপ্ত ও ডা. শুভ্র দেব।

২০১৮ সালের ২৯ জুন রাতে চট্টগ্রামের বেসরকারি ম্যাক্স হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় সাংবাদিক রুবেল খানের আড়াই বছরের শিশুকন্যা রাফিদা খান রাইফা।

মেয়ের অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় বাবা রুবেল খান বাদী হয়ে ২০১৮ সালের ২০ জুলাই চার চিকিৎসককে আসামি করে চকবাজার থানায় একটি মামলা দায়ের করেন। মামলাটি তদন্ত করে গত ১২ মার্চ পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) চট্টগ্রাম মেট্রো ইউনিট আদালতে চার চিকিৎসকের বিরুদ্ধে অভিযোগপত্র জমা দেয়। পরে ১২ মে চট্টগ্রামের চতুর্থ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সালাউদ্দিনের আদালত তদন্তকারী কর্মকর্তার দেওয়া অভিযোগপত্রটি আমলে নেন।

বাদীপক্ষের আইনজীবী ইকবাল হোসেন বলেন, দণ্ডবিধির ৩০৪ (এ) ধারায় অবহেলাজনিত মৃত্যু এবং ১০৯ ধারায় অবহেলার প্ররোচনার অভিযোগ গঠন করা হয়েছে চার আসামির বিরুদ্ধে।