বাঙালী কণ্ঠ নিউজঃ সিলেটে ছাত্রলীগকর্মী জাকারিয়া মোহাম্মদ মাসুম হত্যার ঘটনায় ১০ ছাত্রলীগ নেতাকর্মীসহ ২২ জনের বিরুদ্ধে মামলা হয়েছে। বৃহস্পতিবার রাতে শাহপরান থানায় নিহতের মা আছিয়া বেগম মামলাটি দায়ের করেন বলে জানান ওসি আক্তার হোসেন।
তিনি বলেন, মামলায় ১০ ছাত্রলীগ নেতাকর্মীর নাম উল্লেখসহ অজ্ঞাত আরো ১০-১২ জনকে আসামি করা হয়েছে। এ ঘটনায় এখনো কেউ গ্রেপ্তার হয়নি। আসামিদের গ্রেপ্তারে অভিযান চালনো হচ্ছে বলে জানিয়েছেন ওসি।
বুধবার বিকেলে সিলেট নগরীর শিবগঞ্জ লামাপাড়ায় সৈয়দ হাতিম আলী মাজারের কাছে কয়েকজন মাসুমকে মারধর ও ছুরিকাঘাত করে। হাসপাতালে নেয়ার পর তার মৃত্যু হয়।
২২ বছর বয়সী জাকারিয়া মোহাম্মদ মাসুম ছিলেন সুনামগঞ্জের দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার শান্তিগঞ্জ এলাকার মাসুক মিয়ার ছেলে। সিলেট মহানগর ছাত্রলীগের সভাপতি আব্দুল বাছিত রুম্মান বলেন, মাসুম যুক্তরাজ্য আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ারুজ্জামান চৌধুরী সমর্থিত সুরমা গ্রুপের কর্মী ছিলেন।