ঢাকা , শনিবার, ১২ অক্টোবর ২০২৪, ২৭ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ

মনোহরদীতে তরুণীকে গণধর্ষণ

বাঙালী কণ্ঠ নিউজঃ নরসিংদীর মনোহরদীতে এক তরুণী (১৮) গণধর্ষণের শিকার হয়েছে । গত শুক্রবার  রাতে উপজেলার কৃষ্ণপুর গ্রামে এ ঘটনাটি ঘটেছে। এ নিয়ে জহিরুল ইসলাম বুলবুল নামের এক ধর্ষককে গ্রেপ্তার করেছে মনোহরদী থানা পুলিশ।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে জাকির হোসেন নামে এলাকার এক বখাটে যুবক ওই তরুণীকে উত্ত্যক্ত করে আসছিল। এ নিয়ে একাধিকবার এলাকায় সালিশও হয়। তারপরও এ বিষয়ে জাকিরকে দমানো যায়নি। গত শুক্রবার রাতে ওই তরুণী পাশের বাড়িতে একটি বিয়ের অনুষ্ঠানে যাওয়ার সময় এলাকার সুমনের পোল্ট্রি ফার্মের সামনে এসে  পৌঁছলে ধর্ষকরা তার পথরোধ করে। এ সময় জাকির হোসেনের নেতৃত্বে  তার দুই সহযোগী জহিরুল ইসলাম ও মনির হোসেন ওই তরুণীকে তুলে নিয়ে রাস্তার পাশে একটি কলা বাগানে গণধর্ষণ করে। এ সময় তার চিৎকার শুনে কয়েকজন পথচারী ও স্থানীয় লোকজন এগিয়ে এলে ধর্ষকরা দ্রুত পালিয়ে যায়। পরে স্থানীয় লোকজন ধর্ষিতাকে ঘটনাস্থল থেকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে মনোহরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। সেখানে কর্তব্যরত চিকিৎসক তার অবস্থা আশঙ্কাজনক বুঝতে পেরে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। এ ঘটনায় ধর্ষিতার ভাই বাদী হয়ে তিনজনকে আসামি করে মনোহরদী থানায় একটি মামলা দায়ের করে। মনোহরদী থানার রামপুর ফাড়ি ইনচার্জ উপ-পরিদর্শক তানভীর আহমেদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। ধর্ষকরা হলো- একই গ্রামের শাহজাহানের ছেলে জাকির হোসেন (১৭), সিদ্দিকুর রহমানের ছেলে মনির হোসেন (১৮) ও  মোহাম্মদ আলীর ছেলে জহিরুল ইসলাম বুলবুল (১৬) । এ ব্যাপারে মনোহরদী থানার অফিসার ইনচার্জ মো. সাইফুল ইসলাম ফরাজী বলেন, ধর্ষণের ঘটনায় থানায় মামলা করা হয়েছে। অভিযোগের ভিত্তিতে একজনকে গ্রেপ্তার করা হয়। অন্যদের ধরে আইনের আওতায় আনতে পুলিশ অভিযান অব্যাহত আছে।

Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

মনোহরদীতে তরুণীকে গণধর্ষণ

আপডেট টাইম : ০৬:০৯ পূর্বাহ্ন, সোমবার, ১৮ সেপ্টেম্বর ২০১৭

বাঙালী কণ্ঠ নিউজঃ নরসিংদীর মনোহরদীতে এক তরুণী (১৮) গণধর্ষণের শিকার হয়েছে । গত শুক্রবার  রাতে উপজেলার কৃষ্ণপুর গ্রামে এ ঘটনাটি ঘটেছে। এ নিয়ে জহিরুল ইসলাম বুলবুল নামের এক ধর্ষককে গ্রেপ্তার করেছে মনোহরদী থানা পুলিশ।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে জাকির হোসেন নামে এলাকার এক বখাটে যুবক ওই তরুণীকে উত্ত্যক্ত করে আসছিল। এ নিয়ে একাধিকবার এলাকায় সালিশও হয়। তারপরও এ বিষয়ে জাকিরকে দমানো যায়নি। গত শুক্রবার রাতে ওই তরুণী পাশের বাড়িতে একটি বিয়ের অনুষ্ঠানে যাওয়ার সময় এলাকার সুমনের পোল্ট্রি ফার্মের সামনে এসে  পৌঁছলে ধর্ষকরা তার পথরোধ করে। এ সময় জাকির হোসেনের নেতৃত্বে  তার দুই সহযোগী জহিরুল ইসলাম ও মনির হোসেন ওই তরুণীকে তুলে নিয়ে রাস্তার পাশে একটি কলা বাগানে গণধর্ষণ করে। এ সময় তার চিৎকার শুনে কয়েকজন পথচারী ও স্থানীয় লোকজন এগিয়ে এলে ধর্ষকরা দ্রুত পালিয়ে যায়। পরে স্থানীয় লোকজন ধর্ষিতাকে ঘটনাস্থল থেকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে মনোহরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। সেখানে কর্তব্যরত চিকিৎসক তার অবস্থা আশঙ্কাজনক বুঝতে পেরে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। এ ঘটনায় ধর্ষিতার ভাই বাদী হয়ে তিনজনকে আসামি করে মনোহরদী থানায় একটি মামলা দায়ের করে। মনোহরদী থানার রামপুর ফাড়ি ইনচার্জ উপ-পরিদর্শক তানভীর আহমেদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। ধর্ষকরা হলো- একই গ্রামের শাহজাহানের ছেলে জাকির হোসেন (১৭), সিদ্দিকুর রহমানের ছেলে মনির হোসেন (১৮) ও  মোহাম্মদ আলীর ছেলে জহিরুল ইসলাম বুলবুল (১৬) । এ ব্যাপারে মনোহরদী থানার অফিসার ইনচার্জ মো. সাইফুল ইসলাম ফরাজী বলেন, ধর্ষণের ঘটনায় থানায় মামলা করা হয়েছে। অভিযোগের ভিত্তিতে একজনকে গ্রেপ্তার করা হয়। অন্যদের ধরে আইনের আওতায় আনতে পুলিশ অভিযান অব্যাহত আছে।