বাঙালী কণ্ঠ নিউজঃ কুমিল্লায় স্ত্রীর হাত-পা বেঁধে গায়ে অকটেন ঢেলে দরজা আটকে পুড়িয়ে মারার অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে। অগ্নিদগ্ধ রুবিনা মঙ্গলবার সন্ধ্যায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মারা গেছেন।
রুবিনা কুমিল্লা নগরীর রেইসকোর্স এলাকার আবদুস সালামের মেয়ে। স্বামী সাজ্জাদ হোসেন কুমিল্লা সদর উপজেলার দূর্গাপুর ইতালি মার্কেট এলাকার গিয়াস উদ্দিনের ছেলে।
রুবিনার পিতা আবদুস সালাম বাঙালী কণ্ঠকে বলেন, সোমবার রাত ১টায় রুবিনার শাশুড়ি ফোন দিয়ে জানান তার মেয়ে নিজের গায়ে আগুন দিয়েছে। তারা তাকে হাসপাতালে নিয়ে যান, কিন্তু তার জামাই বা পরিবারের কেউ তাদের সাথে যায়নি। রাতে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে ডাক্তাররা তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিতে বলেন।
তিনি আরও বলেন, মেয়ের পায়ে বাঁধা ছিল। সে দাগও রয়েছে। মৃত্যুর আগে সে শাহবাগ থানা পুলিশের কাছে বলেছে ঘুম থেকে তুলে জামাই সাজ্জাদ তাকে মারধর করেছেন, একপর্যায়ে গায়ে আগুন ধরিয়ে দেন।
নিহতের ভাই শামীম জানান, রেইসকোর্স এলাকায় তাদের বাসা। গত দুই মাস রুবিনা রেসকোর্সের ধানমন্ডি রোডের বাসায় ছিলেন। দুই বছর আগে রংমিস্ত্রী সাজ্জাদ রুবিনাকে নিয়ে পালিয়ে বিয়ে করেন। কয়েক মাস আগে রুবিনাকে বাবার কাছ থেকে টাকা আনতে বলেন সাজ্জাদ। সাজ্জাদ ও তার মা এর আগেও বহুবার রুবিনার গায়ে হাত তুলেছেন।
সাজ্জাদ ঘটনার পর থেকে পলাতক রয়েছেন। নিহত রুবিনার ১০ মাসের নুসরাত নামের একটি মেয়ে রয়েছে।
এবিষয়ে কুমিল্লা কোতয়ালী মডেল থানার পরিদর্শক (তদন্ত) মো. সালাউদ্দিন জানান, এঘটনায় এখন পর্যন্ত কেউ অভিযোগ করেনি। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।