ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড আজ প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিলে ১৫ কোটি টাকা দান করেছে। ব্যাংকের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মোস্তফা আনোয়ার আজ জাতীয় সংসদ ভবনে প্রধানমন্ত্রীর অফিসে তাঁর কাছে ওই অর্থের চেক হস্তান্তর করেন।
প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম বাসস’কে একথা বলেন।
ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক আবদুল মান্নান এবং ব্যাংকের অন্যতম শেয়ারহোল্ডার সাইফুল আলম এ সময় উপস্থিত ছিলেন।