বাঙালী কণ্ঠ নিউজঃ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) ক্যাম্পাস এলাকায় এবার পেয়ারার বস্তায় ফেনসিডিল পাওয়া গেছে। এব্যাপারে বস্তা বহনকারী অটো রিকশাচালককে আটক করা হয়েছে।
জানা যায়, সোমবার রাত সাড়ে ৮টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রান্তিক গেইট থেকে পেয়ারা ভর্তি বস্তা নিয়ে অটোরিকশাটি ক্যাম্পাস সংলগ্ন ইসলামনগর বাজারের দিকে যাচ্ছিল। এসময় সন্দেহ হলে বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা কর্মকর্তারা অটোরিকশাটিকে আটক করেন। অটোরিকশায় থাকা ৩ টি বস্তায় তল্লাশি চালান । বস্তাগুলোর ভেতরে ১১২ বোতল ফেনসিডিল পাওয়া যায়। তল্লাশিকালে কৌশলে বস্তার মালিক নয়ন পালিয়ে যায়।
আটককৃত অটো রিকশাচালকের নাম রাজিব। সে পিরোজপুর জেলার নাজিরপুর থানার সলদা ইউনিয়নের মাটিভাঙ্গা গ্রামের ইয়ার আলী শাহের ছেলে। রাজিব ক্যাম্পাস সংলগ্ন ইসলাম নগরেই থাকে।
এ বিষয়ে আশুলিয়া থানায় মামলা হয়েছে বলে জানান বিশ্ববিদ্যালয়ের প্রধান নিরাপত্তা কর্মকর্তা সুদীপ্ত শাহিন।
আশুলিয়া থানার পরিদর্শক (এসআই) কে এম মনিরুজ্জামান বলেন, ‘বিশ্ববিদ্যালয় প্রশাসনের দেওয়া তথ্যের ভিত্তিতে অতি দ্রুত আসামিদের আটক করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।