কিশোরগঞ্জ জেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক খালেদ সাইফুল্লাহ সোহেলসহ বিএনপির তিন নেতাকে তিন বছরের কারাদ- দিয়েছে আদালত। রায়ে আসামীদের পাঁচ হাজার টাকা করে জরিমানা অনাদায়ে এক মাস করে বিনাশ্রম কারাদ- দেওয়া হয়। রোববার কিশোরগঞ্জের আইন শৃংখলা বিঘœকারী অপরাধ (দ্রুত বিচার) আদালতের বিচারক আলাউল আকবর এ রায় প্রদান করেন। অন্য দুজন আসামী হলেন, শ্রমিক দল নেতা রাজিব আহমেদ আসাদ ও ছাত্রদল নেতা জহিরুল ইসলাম আরফান।
মামলার সংক্ষিপ্ত বিবরণে জানা যায়, ২০১৩ সালের ২২ জুন দলীয় কর্মসূচি পালনকালে কিশোরগঞ্জ শহরের আখড়াবাজার এলাকায় পুলিশের কাজে বাধাপ্রদান ও যানবাহন চলাচলে প্রতিবন্ধকতা প্রদানের অভিযোগে খালেদ সাইফুল্লাহ সোহেলসহ বিএনপির ২৩ জন নেতা কর্মীর নামে মামলা হয়। রায়ে ২০ জনকে বেকসুর খালাস দেওয়া হয়।