প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে ও তার তথ্য প্রযুক্তি উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়কে অপহরণ ও হত্যাচেষ্টার মামলায় শফিক রেহমানকে শর্ত সাপেক্ষে তিন মাসের জামিন দিয়েছেন আপিল বিভাগ। প্রধান বিচারপতি এস কে সিনহার নেতৃত্বাধীন বেঞ্চ এ আদেশ দিয়েছেন।
এর আগে গত ৭ জুন বিচারপতি এ কে এম আসাদুজ্জামান ও বিচারপতি মো. আতাউর রহমান
খানের হাইকোর্টের বেঞ্চ শফিক রেহমানের জামিন আবেদন খারিজ করে আদেশ দেন।
ওই আদেশের বিরুদ্ধে ১৬ জুন লিভ টু আপিল করেন শফিক রেহমান। ১৪ জুলাই চেম্বার বিচারপতির আদালত বিষয়টি শুনানির জন্য আপিল বিভাগের নিয়মিত বেঞ্চে পাঠিয়ে দেন।
মামলায় নিম্ন আদালতে জামিন নামঞ্জুর হলে যায়যায়দিন পত্রিকার সাবেক সম্পাদক শফিক রেহমান হাইকোর্টে আবেদন করেন, যার ওপর শুনানি শেষে ৭ জুন হাইকোর্ট আবেদন খারিজ করে দেয়।
রাজধানীর ইস্কাটনের বাসা থেকে গ্রেফতারের পর মামলায় দু’দফায় রিমান্ডে নেওয়া হয় বিএনপি ঘনিষ্ট এই সাংবাদিককে। ওই বাসায় তল্লাশি চালিয়ে জয় সংক্রান্ত কিছু তথ্য ও গোপনীয় নথিপত্র পাওয়া গেছে বলে গোয়েন্দা পুলিশের দাবি।