আদালত থেকে কারাগারে পৌঁছার পর সিরাজগঞ্জ কারাগারের প্রধান ফটকের সামনে থেকে সাজাপ্রাপ্ত এক নারী পালিয়ে গেছেন। এ ঘটনায় প্রধান ফটকে দায়িত্বরত এক রক্ষীকে সাময়িক বরখাস্ত করেছে কারা কর্তৃপক্ষ। পলাতক কুলসুম খাতুন সদর উপজেলার সয়দাবাদ গ্রামের মোতালেব হোসেনের স্ত্রী।
সিরাজগঞ্জ কারাগারের জেল সুপার আল মামুন সমকালকে জানান, ভ্রাম্যমাণ আদালতে এক মাসের সাজাপ্রাপ্ত ওই নারীকে প্রিজনভ্যানে মঙ্গলবার দুপুর ২টার দিকে কারাগারের প্রধান ফটকে আনা হয়। এসময় প্রধান ফটকে দায়িত্বরত এক কারারক্ষীর দায়িত্ব অবহলোর কারণে সাজাপ্রাপ্ত কুলসুম পালিয়ে যেতে সক্ষম হয়। এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। পাশাপাশি পলাতক আসামিকেও খোঁজা হচ্ছে।
দায়িত্ব অবহেলার অভিযোগে কর্তব্যরত ওই কারারক্ষীকে সাময়িক বরখাস্ত করা হয়েছে জানালেও তার নাম জানাতে রাজি হননি জেল সুপার।