ঢাকা , রবিবার, ০৮ সেপ্টেম্বর ২০২৪, ২৪ ভাদ্র ১৪৩১ বঙ্গাব্দ

নট মণ্ডপে চলছে ‘বসন্তের নাট্যপালা

বাঙালী কণ্ঠ  ডেস্কঃ রাজধানী থেকে আড়াই শ কিলোমিটার দূরে মৌলভীবাজারের কমলগঞ্জ থানার ঘোড়ামারা গ্রামে মণিপুরি থিয়েটারের নিজস্ব নটমণ্ডপে অনুষ্ঠিত হচ্ছে ‘বসন্তের নাট্যপালা’। ২৯ ফেব্রুয়ারি শনিবার ও ১লা মার্চ রবিবার সন্ধ্যা ৬টা ও ৭টায় ‘ও মন পাহিয়া’ নাটকের প্রদর্শনী হবে। এর আগে ২৮ ফেব্রুয়ারি ‘হ্যাপী ডেজ’ মঞ্চস্থ হয়েছে।

আফ্রিকান গল্পকার মিআ কোউতোর ‘দ্য বার্ড অব গড’ নামের একটি ছোটগল্প থেকে নাটকটি রচনা ও নির্দেশনা দিয়েছেন শুভাশিস সিনহা।

নাট্যকার বলেন, ‘মনপাহিয়া মানে মনপাখি। আমাদের ভেতরকার যে পাখিটাকে আমরা প্রতিদিন গলা টিপে ধরছি, তারই বেদনার্ত মুক্তির গান। মানুষেরই দাম নেই দুনিয়ায়, অথচ এখানে একটা পাখির জন্য অবিরল অশ্রু আর রক্তক্ষরণ। মানুষকে ভাবাতে পারে নতুন করে।’

মণিপুরি থিয়েটারের সাধারণ সম্পাদক জ্যোতি সিনহা বলেন, ‘ভ্রমণপিপাসু মনটাকে নিয়ে চলে আসুন পর্যটনের জেলা চা কন্যা মৌলভীবাজারের সবুজ ভুবনে। দেশের যে-কোনো প্রান্ত থেকে অনায়াসে বাসে বা ট্রেনে করে আসতে পারেন শ্রীমঙ্গল উপজেলায়, তারপর সিএনজি বা বাসে করে কমলগঞ্জ উপজেলায়। খুব সস্তায় থাকতে পারেন হোটেল বা বাংলোতে, দিনভর চা বাগান, লেক, মণিপুরি জীবনাচার দেখতে দেখতে বিকেলে বা সন্ধ্যায় চলে আসবেন মণিপুরি থিয়েটারের নাটক দেখতে নটমণ্ডপে।

Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

নট মণ্ডপে চলছে ‘বসন্তের নাট্যপালা

আপডেট টাইম : ১১:০৩ পূর্বাহ্ন, শনিবার, ২৯ ফেব্রুয়ারী ২০২০

বাঙালী কণ্ঠ  ডেস্কঃ রাজধানী থেকে আড়াই শ কিলোমিটার দূরে মৌলভীবাজারের কমলগঞ্জ থানার ঘোড়ামারা গ্রামে মণিপুরি থিয়েটারের নিজস্ব নটমণ্ডপে অনুষ্ঠিত হচ্ছে ‘বসন্তের নাট্যপালা’। ২৯ ফেব্রুয়ারি শনিবার ও ১লা মার্চ রবিবার সন্ধ্যা ৬টা ও ৭টায় ‘ও মন পাহিয়া’ নাটকের প্রদর্শনী হবে। এর আগে ২৮ ফেব্রুয়ারি ‘হ্যাপী ডেজ’ মঞ্চস্থ হয়েছে।

আফ্রিকান গল্পকার মিআ কোউতোর ‘দ্য বার্ড অব গড’ নামের একটি ছোটগল্প থেকে নাটকটি রচনা ও নির্দেশনা দিয়েছেন শুভাশিস সিনহা।

নাট্যকার বলেন, ‘মনপাহিয়া মানে মনপাখি। আমাদের ভেতরকার যে পাখিটাকে আমরা প্রতিদিন গলা টিপে ধরছি, তারই বেদনার্ত মুক্তির গান। মানুষেরই দাম নেই দুনিয়ায়, অথচ এখানে একটা পাখির জন্য অবিরল অশ্রু আর রক্তক্ষরণ। মানুষকে ভাবাতে পারে নতুন করে।’

মণিপুরি থিয়েটারের সাধারণ সম্পাদক জ্যোতি সিনহা বলেন, ‘ভ্রমণপিপাসু মনটাকে নিয়ে চলে আসুন পর্যটনের জেলা চা কন্যা মৌলভীবাজারের সবুজ ভুবনে। দেশের যে-কোনো প্রান্ত থেকে অনায়াসে বাসে বা ট্রেনে করে আসতে পারেন শ্রীমঙ্গল উপজেলায়, তারপর সিএনজি বা বাসে করে কমলগঞ্জ উপজেলায়। খুব সস্তায় থাকতে পারেন হোটেল বা বাংলোতে, দিনভর চা বাগান, লেক, মণিপুরি জীবনাচার দেখতে দেখতে বিকেলে বা সন্ধ্যায় চলে আসবেন মণিপুরি থিয়েটারের নাটক দেখতে নটমণ্ডপে।