ঢাকা , বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫, ১ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :

ঈদের নাটকে ভাবনা-সজল

ঈদের নাটকে জুটিবদ্ধ হলেন ভাবনা ও সজল। ‘রোজ অ্যান্ড রোজেস’ শিরোনামে একটি মিষ্টি প্রেমের গল্পে দেখা যাবে তাদের দু’জনকে। নুজহাত আলভী আহমেদ’র পরিচালনায় নাটকটি লিখেছেন শরিফ সুজন। নাটকটি প্রচারিত হবে ঈদের তৃতীয় দিন রাত ৯টায় চ্যানেল নাইনের পর্দায়। নাটকটিতে নায়িকা রোজের ভুমিকায় অভিনয় করেছেন ভাবনা এবং নায়ক রাতুলের ভুমিকায় দেখা যাবে সজলকে। গুলশানের একটি পুষ্প বিতানে নাটকটির শুটিং সম্পন্ন হয়েছে। রোজ ফুল অনেক ভালোবাসে। প্রতিদিন বাজারে ফুল কিনতে আসে রোজ। একটা দোকানে নিয়মিত আসে সে। সেই দোকানের ফুল বিক্রেতা থাকে রাতুল। ফুলকে ভালোবাসার লাইট হাউস মনে করে সে। ফুল কেনা-বেচার একপর্যায়ে মনের গভীর বন্ধনে জড়িয়ে যায় রোজ ও রাতুল। এভাবে নাটকটির গল্প সাজানো হয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

ক্যাটরিনার হাতে ২০ বার থাপ্পড় খেয়েছিলেন ইমরান খান

ঈদের নাটকে ভাবনা-সজল

আপডেট টাইম : ০৪:৫৮ অপরাহ্ন, বুধবার, ২১ জুন ২০১৭

ঈদের নাটকে জুটিবদ্ধ হলেন ভাবনা ও সজল। ‘রোজ অ্যান্ড রোজেস’ শিরোনামে একটি মিষ্টি প্রেমের গল্পে দেখা যাবে তাদের দু’জনকে। নুজহাত আলভী আহমেদ’র পরিচালনায় নাটকটি লিখেছেন শরিফ সুজন। নাটকটি প্রচারিত হবে ঈদের তৃতীয় দিন রাত ৯টায় চ্যানেল নাইনের পর্দায়। নাটকটিতে নায়িকা রোজের ভুমিকায় অভিনয় করেছেন ভাবনা এবং নায়ক রাতুলের ভুমিকায় দেখা যাবে সজলকে। গুলশানের একটি পুষ্প বিতানে নাটকটির শুটিং সম্পন্ন হয়েছে। রোজ ফুল অনেক ভালোবাসে। প্রতিদিন বাজারে ফুল কিনতে আসে রোজ। একটা দোকানে নিয়মিত আসে সে। সেই দোকানের ফুল বিক্রেতা থাকে রাতুল। ফুলকে ভালোবাসার লাইট হাউস মনে করে সে। ফুল কেনা-বেচার একপর্যায়ে মনের গভীর বন্ধনে জড়িয়ে যায় রোজ ও রাতুল। এভাবে নাটকটির গল্প সাজানো হয়েছে।