বেশ জোরেশোরেই কানাঘুষা শোনা যাচ্ছিল, অভিনেত্রী মৌনী রায় নাকি হতে চলেছেন সত্যবতী! তবে সম্প্রতি শোনা যাচ্ছে তিনি নাকি সেই প্রস্তাব ফিরিয়েছেন! নির্মাতারা তবে কাকে বেছে নিয়েছেন?
পূজা এখন কলকাতা-মুম্বাই দুই জায়গাতেই থাকেন। ছেলে হওয়ার পর বেশ কিছুদিন কলকাতাতেই ছিলেন। দেবের সত্যবতী হওয়ার পরিকল্পনা সম্পর্কে সংবাদমাধ্যমকে পূজা জানিয়েছেন, ‘এখনই কোনো সিদ্ধান্ত চূড়ান্ত হয়নি।’ তবে তার কাছে প্রস্তাব গিয়েছিল একথা নিশ্চিত করেছেন অভিনেত্রী।
এদিকে ব্যোমকেশ হিসেবে দেব কতটা যুক্তিযুক্ত, এই নিয়েও যথেষ্ট সন্দেহ প্রকাশ করেছেন অনেকে। এ ক্ষেত্রে দেবের বাংলা উচ্চারণ নিয়েও অনেকে প্রশ্ন তুলেছিলেন। বান্ধবী রুক্মিণী যখন বিনোদিনী, তখন দেবকে ব্যোমকেশ হিসেবে কতটা মানাবে সেটাই দেখার।