গেল ক’দিন ধরেই আলোচনার কেন্দ্রবিন্দুতে আছেন চিত্রনায়িকা সাদিকা পারভীন পপি। নায়িকার বিরুদ্ধে গুরুতর অভিযোগ এনেছেন তার মা (মরিয়ম বেগম মেরি) ও ভাইবোনেরা। তাদের অভিযোগ- বাবার (আমির হোসেন) রেখে যাওয়া খুলনায় ৬ কাঠা জমি একাই দখল করতে চান পপি। বিষয়টি গড়িয়েছে থানা-পুলিশও।
ইতিমধ্যেই মা ও ভাইবোনের এসব অভিযোগ নিয়ে কথা বলেছেন পপি। জানিয়েছেন, অভিযোগটি মিথ্যা ও ভিত্তিহীন। এবার এসব অভিযোগ নিয়ে বিস্তারিত কথা বলেছেন এই চিত্রনায়িকা।
আজ বৃহস্পতিবার গণমাধ্যমে পাঠানো একটি ভিডিওবার্তায় পপি বলেন, ‘২৮ বছর অনেক সুনামের সঙ্গে চলচ্চিত্রে কাজ করেছি। কোটি কোটি দর্শকের ভালোবাসা পেয়েছি। কিন্তু আজ ক্যামেরার সামনে কথা বলছি একজন ব্যর্থ মানুষ হিসেবে। কারণ, সবার মন জয় করতে পারলেও ২৮ বছর আমি যাদের জন্য কাজ করেছি, যাদের এই হাতে লালনপালন করেছি তাদের কাছেই আমি একজন অযোগ্য মানুষ। তাদের মনে মত করে নিয়ন্ত্রিত হতে পারেনি। আমি যখন ইনকাম করেছি, তখন আমি আমার পরিবারের কাছে প্রিয় একজন মানুষ ছিলাম। এখন তেমন দিনে পারি না তাই আমি এখন তাদের কাছে শত্রুর মত।’
তিনি আরও বলেন, ‘আজকে আমার মা-বোন যে অভিযোগগুলো করছে, সবগুলো মিথ্যা ও বানোয়াট। মা-বোনদের কাছে আমি একটা সময় সোনার ডিমপাড়া হাঁস ও টাকা ছাপানোর মেশিন ছিলাম। ভালোবাসা না পেলেও আগে কোনো অভিযোগ করিনি। ২০০৭ সালে জানতে পারি, আমার কোনো কিছু ছিল না। তখন ফিল্মের আলমগীর ভাই আমাকে অনেক হেল্প করেছেন। তিনি অনেক সাপোর্ট করেছিলেন। বাবা-মাকে ডেকে কিছু ফেরত দিতে বলেছিলেন। কিন্তু তারপরও বাবা-মা বেঈমানি করেছে। সিনেমার নায়িকা হলেও বাস্তব জীবনে অনেক কিছু ফেইস করেছি। এতদিন বোকা ছিলাম। যখনই চোখ কান খুলেছে তখন আমি পরিবারের শত্রু।’
কান্নাজড়িত কণ্ঠে পপি বলেন, ‘আমি একজন শিল্পী, আমি তো ভূমিদস্যু নই। আজ যাদের আমি দুই হাতে নিজের সন্তানের মত মানুষ করেছি, নিজের জীবনের সুন্দর সময় আমি যাদের জন্য ব্যয় করেছি, নিজের চাওয়া পাওয়া গুরুত্ব না দিয়ে তাদের চাওয়া-পাওয়াকে গুরুত্ব দিয়েছি, কিন্তু এখন এসে দেখলাম তারা মানুষ তো হয়নি উল্টো হিংস্র প্রাণীর চেয়ে বেশি কিছু হয়েছে।’
নির্যাতনের বর্ণনা দিতে গিয়ে এই চিত্রনায়িকা বলেন, ‘আমার আপন ভাইবোন আমাকে একের পর এক নির্যাতন করেছে। তারা আমাকে শারীরিক নির্যাতন করতেও বাদ দেয়নি। আমার টাকা চুরি করে আমাকেই মারার পরিকল্পনা করেছিল তারা। এমনকি আমাকে খুন করে ফেলার জন্য খুনিকে টাকাও দিয়েছে।’
নিজের ভাইবোনের প্রসঙ্গে তিনি আরও বলেন, ‘আমার ভাইবোনদের কাছে লাঞ্ছিত হয়েছি বহুবার। আমি যে এত বছর উপার্জন করেছি। তারা আমার সঙ্গে বেইমানি করেছে। আমার সব আয় করা অর্থ তারা নিয়ে নিয়েছে। আমার টাকায় কেনা সম্পত্তি কোনোটাই আমার নামে ছিল না। সব ছিল আমার ভাইবোনের নামে।’
নিজের জীবনের কঠিন সময় নিয়ে পপি বলেন, ‘আমার সব কিছু আমার ভাইবোনের নিয়ন্ত্রণে ছিল। তারা আমাকেও নিয়ন্ত্রণ করেছে। আমার নিজের বলতে কেবল নিজের জান অবশিষ্ট ছিল। একটা পর্যায়ে যখন আমি জানতে পারলাম আমার পরিবার আমার সঙ্গে বেইমানি করেছে তখন আমি চুপ ছিলাম।’
এর আগে, চিত্রনায়িকা পপির বিরুদ্ধে জমি দখলের অভিযোগ এনেছেন তার মা ও ভাইবোনেরা। বাবার রেখে যাওয়া খুলনায় ৬ কাঠা জমি একাই দখল করতে চান পপি- এমন অভিযোগ তাদের। ইতিমধ্যেই পপি ও তার স্বামীর বিরুদ্ধে খুলনার সোনাডাঙ্গা মডেল থানায় একটি সাধারণ ডায়েরিও (জিডি) করেছেন তার ছোট বোন ফিরোজা পারভীন।
অভিযোগ করা হয়, পপি তার বাবার জমি একাই দখল করতে চান। বাধা দিলে ভাইবোনকে মেরে ফেলার হুমকিও দিচ্ছেন পপি ও তার স্বামী। শুধু তাই নয়, নায়িকা তার মাকেও নানা ধরনের হুমকি দিয়ে যাচ্ছেন। বিষয়টি নিয়ে দৈনিক আমাদের সময় অনলাইন’র সঙ্গে কথাও বলেছেন পপির মা মরিয়ম বেগম মেরি।
তিনি জানান, খুলনার শিববাড়ির জমিদার বাড়ির পাশেই স্বামীকে নিয়ে অবস্থান করছেন পপি। ঢাকা ও খুলনায় যাওয়া-আসার মধ্যেই থাকেন এই চিত্রনায়িকা। পপির মা যে বাসাটিতে থাকেন, সেটির বিদ্যুতের লাইনও নিজ নামে করে নিয়েছেন এই চিত্রনায়িকা। আর তার বাবার ১১ কাঠা জমির মধ্যে অনেক আগেই ৫ কাঠা জমি লিখে নেন পপি। এখন বাকি ৬ কাঠা জমির জন্য ভাইবোনের (২ ভাই ও ৩ বোন) ও মাকে হুমকি দিচ্ছেন পপি ও তার স্বামী।