বলিউডের অন্যতম জনপ্রিয় দম্পতি শ্রীদেবী ও বনি কাপুর। ভারতের ডিভা’খ্যাত লাস্যময়ী অভিনেত্রী শ্রীদেবীর স্বামী বনি কাপুর একজন স্বনামধন্য প্রযোজক। যদিও শ্রীদেবী পৃথিবীর মায়া ত্যাগ করে পাড়ি জমিয়েছেন পরপারে। তবে দুজনের প্রেম ও দাম্পত্য জীবন বলিউডে আজও আলোচিত।
কিন্তু অনেকেই হয়তো জানেন না, শ্রীদেবী বনি কাপুরের প্রথম স্ত্রী নন। বরং শ্রীদেবীর বান্ধবী ছিলেন বনি কাপুরের প্রথম স্ত্রী। শ্রীদেবী ছিলেন বনি কাপুরের বোনের মতো। এমনকী শ্রীদেবীর হাতে রাখিও পরেছিলেন বনি।
প্রিয় বান্ধবীর স্বামীকেই নিজের স্বামী বানিয়েছিলেন শ্রীদেবী। কিন্তু যে হাতে রাখী বাঁধতেন সেই হাতকেই সারাজীবনের চলার পথের সঙ্গী বানালেন কী করে? সে এক অদ্ভুত কাহিনী। ভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা যায়, সে সময় মিঠুন চক্রবর্তীর প্রেমে দিশেহারা শ্রীদেবী। মোনা কাপুর ও শ্রীদেবী ছিলেন বন্ধু।
মাঝেমধ্যেই মোনার বাড়িতে থাকতেন শ্রীদেবী। এই মোনাই হলেন বনি কাপুরের প্রথম স্ত্রী। বনি কাপুরের সঙ্গেও সুসম্পর্ক ছিল শ্রীদেবীর। তিনি ছিলেন শ্রীদেবীর ‘রাখী ভাই’। হঠাৎ করেই মিঠুন চক্রবর্তীর সঙ্গে প্রেমটা ভেঙে যায় শ্রীদেবীর।
ভাঙা মন নিয়ে সুন্দরী নায়িকা যখন কার্যত ধ্বস্ত ঠিক সেই সময়েই বনি প্রপোজ করেন শ্রীদেবীকে।বনির কথায়, ‘ও চমকে গিয়েছিল। আমার উপর রেগে গিয়েছিল। স্পষ্ট বলেছিল, তোমার স্ত্রী-সন্তান আছে, তুমি আমাকে এই সব বলছ কী করে?’ যদিও বনির মন তখন শ্রীদেবীতে আচ্ছন্ন। যে করেই হোক শ্রীদেবীর মন জয় করতেই হবে, এই জেদ নিয়েই স্ত্রী মোনাকে সবটা বলে দেন বনি। জানিয়ে দেন তাঁর অনুভূতির কথা।
বনির কথায়, ‘আমি সত্যি কথায় বিশ্বাসী। মোনাকে সবটা বলে দিই। আসলে অনুভূতির উপর আমাদের তো কোনও নিয়ন্ত্রণ নেই। তবে চাইলে স্বচ্ছ থাকতে পারি আমরা।’
শোনা যায়, নিজের প্রিয় বান্ধবীর প্রেমে পড়েছেন স্বামী বনি, এ কথা কিছুতেই মানতে পারেননি মোনা। এরও বেশ কিছু বছর পর আচমকাই শোনা যায় শ্রীদেবী মা হচ্ছেন। বাবা বনি! সম্পূর্ণ ভেঙে পড়েন মোনা। ভেঙে যায় তাদের বিয়ে। প্রপোজ করার প্রায় পাঁচ-ছয় বছর পর শ্রীদেবী হ্যাঁ বলেন বনিকে। শুরু হয় তাদের পথচলা। সে সময় এই খবরও রটে যায় যে বিয়ের আগেই নাকি অন্তঃসত্ত্বা হয়ে পড়েন শ্রীদেবী। যদিও পরবর্তী কালে বনি জানান, তারা লুকিয়ে বিয়ে করেছিলেন মন্দিরে। সেই সন্তানই হলেন জাহ্নবী কাপুর।
এ ঘটনায় সারাজীবন ঘরভাঙানি তকমা নিয়ে ঘুরতে হয়েছে শ্রীদেবীকে। জাহ্নবী ও খুশির সঙ্গে সম্পর্ক ভাল ছিল না অংশুলা ও অর্জুনের। তবে সে সব অতীত। শ্রীদেবী প্রয়াত হয়েছেন, প্রয়াত হয়েছেন মোনাও। বর্তমানে চার সন্তান নিয়ে ভালই আছেন বনি কাপুর।