ঢাকা , সোমবার, ১৬ সেপ্টেম্বর ২০২৪, ১ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ

‘সামান্য সম্বল-টু’ নিয়ে আসছেন লোপা হোসেইন

৫ আগস্ট সংগীতশিল্পী ও সংবাদ পাঠিকা লোপা হোসেইন গীতিকার সীরাজুম মুনিরের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন। আর তাই বিগত কয়েকটা দিন লোপা হোসেইন ব্যস্ত ছিলেন সংসার জীবন নিয়ে। তবে লোপা এবার তার নতুন গান নিয়ে কাজ করছেন। তার দ্বিতীয় একক অ্যালবাম ‘আশার ভেলার’ ‘সামান্য সম্বল’ গানটি বেশ শ্রোতা সমাদৃত হয়। ‘সামান্য সম্বল-টু’ নিয়ে এবার শ্রোতাদের সামনে হাজির হতে যাচ্ছেন তিনি।
এর আগে ‘সামান্য সম্বল’(সবাই বলে ছাড়তে আশা কেমনে ছাড়ি বল, তুই যে আমার বেঁচে থাকার সামান্য সম্বল) গানটি লিখেছিলেন জুলফিকার রাসেল। সুর করেছিলেন বেলাল খান এবং সংগীতায়োজন করেছিলেন মুশফিক লিটু। লোপা হোসেইনের সঙ্গে গেয়েছিলেন বেলাল খান। এবার ‘সামান্য সম্বল-টু’ গানটি লিখেছেন আসিফ ইকবাল। যথারীতি গানটির সুর করছেন বেলাল খান। লোপা হোসেইন জানান শিগগিরই গানটির রেকর্ডিং-এর কাজ সম্পন্ন হবে। এবারও লোপা’র সঙ্গে গাইবেন বেলাল খান।
গত দশ বছর যাবৎ এটিএন বাংলায় সংবাদ পাঠিকা হিসেবে কর্মরত আছেন লোপা হোসেইন। বর্তমানে তিনি সিনিয়র সংবাদ পাঠিকা হিসেবে কাজ করছেন। এর আগে লোপা হোসেইন একটি প্রাইভেট বিশ্ববিদ্যালয় থেকে সংগীতে মাস্টার্স করেছিলেন। বর্তমানে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ‘টিভি অ্যান্ড ফিল্ম স্টাডিজ’ বিভাগ থেকে আবারো মাস্টার্স করছেন। গেল ঈদে মাছরাঙ্গা টিভিতে মিজানুর রহমান আরিয়ান পরিচালিত অপূর্ব ও শায়লা সাবি অভিনীত টেলিফিল্মে লোপা হোসেইনের গাওয়া ‘একটু কাছে পেলে তোমায় মেঘগুলো ঝরবে ভালোবাসার উষ্ণতায়’ গানটি শ্রোতা দর্শকের মাঝে বেশ সাড়া ফেলে। এই গানটি লিখেছেন এবং সুর করেছেন লোপা হোসেইনের স্বামী সীরাজুম মুনির। সংগীতায়োজন করেছেন সাজিদ সরকার।
Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

‘সামান্য সম্বল-টু’ নিয়ে আসছেন লোপা হোসেইন

আপডেট টাইম : ০৪:৩১ অপরাহ্ন, বুধবার, ২৪ অগাস্ট ২০১৬
৫ আগস্ট সংগীতশিল্পী ও সংবাদ পাঠিকা লোপা হোসেইন গীতিকার সীরাজুম মুনিরের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন। আর তাই বিগত কয়েকটা দিন লোপা হোসেইন ব্যস্ত ছিলেন সংসার জীবন নিয়ে। তবে লোপা এবার তার নতুন গান নিয়ে কাজ করছেন। তার দ্বিতীয় একক অ্যালবাম ‘আশার ভেলার’ ‘সামান্য সম্বল’ গানটি বেশ শ্রোতা সমাদৃত হয়। ‘সামান্য সম্বল-টু’ নিয়ে এবার শ্রোতাদের সামনে হাজির হতে যাচ্ছেন তিনি।
এর আগে ‘সামান্য সম্বল’(সবাই বলে ছাড়তে আশা কেমনে ছাড়ি বল, তুই যে আমার বেঁচে থাকার সামান্য সম্বল) গানটি লিখেছিলেন জুলফিকার রাসেল। সুর করেছিলেন বেলাল খান এবং সংগীতায়োজন করেছিলেন মুশফিক লিটু। লোপা হোসেইনের সঙ্গে গেয়েছিলেন বেলাল খান। এবার ‘সামান্য সম্বল-টু’ গানটি লিখেছেন আসিফ ইকবাল। যথারীতি গানটির সুর করছেন বেলাল খান। লোপা হোসেইন জানান শিগগিরই গানটির রেকর্ডিং-এর কাজ সম্পন্ন হবে। এবারও লোপা’র সঙ্গে গাইবেন বেলাল খান।
গত দশ বছর যাবৎ এটিএন বাংলায় সংবাদ পাঠিকা হিসেবে কর্মরত আছেন লোপা হোসেইন। বর্তমানে তিনি সিনিয়র সংবাদ পাঠিকা হিসেবে কাজ করছেন। এর আগে লোপা হোসেইন একটি প্রাইভেট বিশ্ববিদ্যালয় থেকে সংগীতে মাস্টার্স করেছিলেন। বর্তমানে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ‘টিভি অ্যান্ড ফিল্ম স্টাডিজ’ বিভাগ থেকে আবারো মাস্টার্স করছেন। গেল ঈদে মাছরাঙ্গা টিভিতে মিজানুর রহমান আরিয়ান পরিচালিত অপূর্ব ও শায়লা সাবি অভিনীত টেলিফিল্মে লোপা হোসেইনের গাওয়া ‘একটু কাছে পেলে তোমায় মেঘগুলো ঝরবে ভালোবাসার উষ্ণতায়’ গানটি শ্রোতা দর্শকের মাঝে বেশ সাড়া ফেলে। এই গানটি লিখেছেন এবং সুর করেছেন লোপা হোসেইনের স্বামী সীরাজুম মুনির। সংগীতায়োজন করেছেন সাজিদ সরকার।