ঢাকা , শুক্রবার, ০৪ অক্টোবর ২০২৪, ১৯ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ

সবার মুখে মুখে ‘বন্ধু তুই লোকাল বাস’

লোকাল বাসে চড়েছেন? বাসে তোলার জন্য কন্ডাক্টরের সে কী খাতির! কিন্তু বাসে উঠতেই খাতির কমতে থাকে৷ নামার সময় ঘাড় ধাক্বা না হলেও একটা ধাক্কা অন্তত জোটেই অনেকের৷ মমতাজ বললেন, কারো কারো প্রেমও নাকি লোকাল বাসের মতো….

 

বাংলাদেশের জনপ্রিয় লোকসংগীত শিল্পী মমতাজ অবশ্য কথাগুলো বলেছেন সুরে সুরে৷ গত রমজানের ঈদেই বাজারে এসেছে তাঁর ‘লোকাল বাস’ শিরোনামের গানের অডিও সিডি৷ তবে গানটি গানচিল ইউটিউব চ্যানেলে প্রকাশ করা হয় গত ২ সেপ্টেম্বর৷ তারপর থেকেই গানটি একেবারে সুপারহিট৷ সবার মুখে মুখে ফিরছে এখন ‘বন্ধু তুই লোকাল বাস৷’

 

গানের শুরুতেই আছে লোকাল বাসে চড়ার তিক্ত অভিজ্ঞতার কথা, ‘‘বন্ধু তুই লোকাল বাস, ও বন্ধু তুই লোকাল বাস/আদর কইরা ঘরে তোলস, ঘাড় ধইরা নামাস৷”

 

খুব তাড়াতাড়ি তুমুল জনপ্রিয় হয়ে ওঠা গানটির কথা লিখেছেন লুৎফর হাসান ও গোলাম রাব্বানী৷ সুরারোপও করেছেন লুৎফর হাসান৷ সংগীতায়োজনে ছিলেন প্রিতম হাসান৷ তিন তরুণের সমন্বিত প্রয়াসকে সার্থকতা দিয়েছেন শিল্পী মমতাজ৷ আর মমতাজের সুরেলা, হাস্যোজ্জ্বল উপস্থিতিকে আনন্দময় করেছে র‍্যাপার শাফায়াত হোসেন, মডেল টয়া ও অন্যান্যদের পারফরম্যান্স৷ ‘বন্ধু তুই লোকাল বাস’ আসলে হাসি-নাচে-গানে জীবনেরই কথা তুলে ধরেছে৷ শুধু লোকাল বাস কেন, নিষ্ঠুর স্বার্থপরতা, ছলনা, কপটতা তো জীবনের পলে পলে প্রায় প্রতিদিনই কোনো-না-কোনোভাবে আমরা দেখতে পাই৷ ‘বন্ধু তুই লোকাল বাস’-গানের ভিডিওটি ইউটিউবে মাত্র পাঁচ দিনেই দেখা হয়েছে ৬ লক্ষ ৪০ হাজার বার৷ -ডচভেলে
Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

সবার মুখে মুখে ‘বন্ধু তুই লোকাল বাস’

আপডেট টাইম : ১১:৩৪ পূর্বাহ্ন, শুক্রবার, ৯ সেপ্টেম্বর ২০১৬
লোকাল বাসে চড়েছেন? বাসে তোলার জন্য কন্ডাক্টরের সে কী খাতির! কিন্তু বাসে উঠতেই খাতির কমতে থাকে৷ নামার সময় ঘাড় ধাক্বা না হলেও একটা ধাক্কা অন্তত জোটেই অনেকের৷ মমতাজ বললেন, কারো কারো প্রেমও নাকি লোকাল বাসের মতো….

 

বাংলাদেশের জনপ্রিয় লোকসংগীত শিল্পী মমতাজ অবশ্য কথাগুলো বলেছেন সুরে সুরে৷ গত রমজানের ঈদেই বাজারে এসেছে তাঁর ‘লোকাল বাস’ শিরোনামের গানের অডিও সিডি৷ তবে গানটি গানচিল ইউটিউব চ্যানেলে প্রকাশ করা হয় গত ২ সেপ্টেম্বর৷ তারপর থেকেই গানটি একেবারে সুপারহিট৷ সবার মুখে মুখে ফিরছে এখন ‘বন্ধু তুই লোকাল বাস৷’

 

গানের শুরুতেই আছে লোকাল বাসে চড়ার তিক্ত অভিজ্ঞতার কথা, ‘‘বন্ধু তুই লোকাল বাস, ও বন্ধু তুই লোকাল বাস/আদর কইরা ঘরে তোলস, ঘাড় ধইরা নামাস৷”

 

খুব তাড়াতাড়ি তুমুল জনপ্রিয় হয়ে ওঠা গানটির কথা লিখেছেন লুৎফর হাসান ও গোলাম রাব্বানী৷ সুরারোপও করেছেন লুৎফর হাসান৷ সংগীতায়োজনে ছিলেন প্রিতম হাসান৷ তিন তরুণের সমন্বিত প্রয়াসকে সার্থকতা দিয়েছেন শিল্পী মমতাজ৷ আর মমতাজের সুরেলা, হাস্যোজ্জ্বল উপস্থিতিকে আনন্দময় করেছে র‍্যাপার শাফায়াত হোসেন, মডেল টয়া ও অন্যান্যদের পারফরম্যান্স৷ ‘বন্ধু তুই লোকাল বাস’ আসলে হাসি-নাচে-গানে জীবনেরই কথা তুলে ধরেছে৷ শুধু লোকাল বাস কেন, নিষ্ঠুর স্বার্থপরতা, ছলনা, কপটতা তো জীবনের পলে পলে প্রায় প্রতিদিনই কোনো-না-কোনোভাবে আমরা দেখতে পাই৷ ‘বন্ধু তুই লোকাল বাস’-গানের ভিডিওটি ইউটিউবে মাত্র পাঁচ দিনেই দেখা হয়েছে ৬ লক্ষ ৪০ হাজার বার৷ -ডচভেলে