চলছে স্বাধীনতার মাস। চলতি মাসের ২৬ মার্চ বাঙালির স্বাধীনতা দিবস। দিনটি উপলক্ষে ২৪ মার্চ দেশে নতুন তিনটি চলচ্চিত্র মুক্তির ঘোষণা দেয়া হয়েছে। এগুলো হল- হিমেল আশরাফের ‘সুলতানা বিবিয়ানা’, সায়মন তারিকের ‘ক্রাইম রোড’ ও বন্ধন বিশ্বাসের ‘শূন্য’। এর মধ্যে সুলতানা বিবিয়ানা কয়েকটি কারণে আলোচিত। তবে একদিনে তিনটি ছবি মুক্তির সিদ্ধান্ত নিয়ে উঠেছে প্রশ্ন। চলচ্চিত্রের এ দুর্দিনে একই দিনে তিনটি ছবি মুক্তি দেয়াটা কতটা বুদ্ধিমানের কাজ হবে সেটাই বলছেন বোদ্ধারা। এ প্রসঙ্গে ‘সুলতানা বিবিয়ানা’র প্রযোজক আরশাদ আদনান বলেন, ‘আমি আগে থেকেই ঠিক করে রেখেছি সুলতানা বিবিয়ানা মুক্তি দেব। সময় অনেক গড়িয়েছে। ছবিটি মুক্তি দেয়া প্রয়োজন। তাছাড়া চলতি বছরের শুরু থেকেই ভালো মানের কোনো ছবি মুক্তি পাচ্ছে না। তাই দর্শকরা বিমুখ হচ্ছেন। আমার বিশ্বাস সুলতানা বিবিয়ানা কিছুটা হলেও দর্শকদের রুচি পরিবর্তন করবে।’ ‘ক্রাইম রোড’ ছবির প্রযোজক শরীফ চৌধুরী বলেন, ‘আমরা আগেই ঘোষণা দিয়েছিলাম, চলতি মাসে মুক্তি দেব। স্বাধীনতা দিবসের আগে আগামী ২৪ তারিখ ছবিটি সারা দেশের ৬০টির মতো সিনেমা হলে মুক্তি দিচ্ছি। বাংলাদেশে ক্রাইম নিয়ে নির্মিত এই ছবি আশা করি দর্শক পছন্দ করবেন। তবে একই দিনে তিনটি ছবি মুক্তি পেলেও আশা করি এতে কোনো সমস্যা হবে না। ‘শূন্য’ ছবির পরিচালক বন্ধন বিশ্বাস বলেন, ‘জানুয়ারিতে ছবির ছাড়পত্র পেয়েছি। তখন থেকেই ভালো একটি দিনের অপেক্ষায় ছিলাম। আগামী ২৪ মার্চ ছবিটি মুক্তি পাবে। এই ছবির মাধ্যমে দীর্ঘদিন পর পর্দায় ফিরবেন নায়িকা রেসি। সবকিছু মিলিয়ে সুন্দর গল্পের একটি ছবি দর্শককে উপহার দিতে পারব বলে আশা করি।’ তবে একই দিনে তিন ছবির মুক্তিতে প্রতিযোগিতায় কতটা এগিয়ে যেতে পারবে এ বিষয়ে কিছুই জানাতে পারেননি এ পরিচালক। সাধারণত ঈদে দুইটিরও বেশি ছবি মুক্তি পায়। কিন্তু বছরের অন্যান্য সময় দুইয়ের অধিক মুক্তি পাওয়ার রেকর্ড নেই বললেই চলে। এছাড়াও চলচ্চিত্রের এ মন্দা সময়ে একসঙ্গে তিনটি ছবি মুক্তি দেয়ার আওয়াজ তোলারও সমালোচনা করেছেন সিনেবোদ্ধারা। তারা মনে করেন, এতে করে ছবির প্রচার নয়, ক্ষতিই হয় বেশি। দর্শকরা বিভ্রান্ত থাকেন। উল্লেখ্য, সুলতানা বিবিয়ানা ছবিটি হিমেল আশরাফের প্রথম কাজ। এতে অভিনয় করছেন বাপ্পী ও আঁচল। শাহীন সুমনের ‘জটিল প্রেম’ ছবির মধ্য দিয়ে বাপ্পী ও আঁচল প্রথম জুটিবদ্ধ হন। ছবিটি ব্যবসায়িক সাফল্য পাওয়ার পর নির্মাতারা বাপ্পী ও আঁচল জুটিকে নিয়ে বেশ কয়েকটি ছবি নির্মাণ করেন। ‘ক্রাইম রোড’ ছবিতে অভিনয় করেছেন আনিসুর রহমান মিলন, শায়লা সাবি, শাহরিয়াজ ও বিপাশা কবির, জেফ, সাদিয়া আফরিন, বড়দা মিঠু, অমিত হাসান, মিজু আহম্মেদ, আহমেদ শরিফ প্রমুখ। ‘শূন্য’ ছবির মাধ্যমে অনেকদিন পর রুপালি পর্দায় ফিরছেন নায়িকা রেসি। ২০০৩ সালে বুলবুল জিলানীর ‘নীল আঁচল’ চলচ্চিত্রের মাধ্যমে চলচ্চিত্রে ক্যারিয়ার শুরু করেন রেসি। এরপর অভিনয় করেন ৩০টির মতো ছবিতে। ২০১২ সালে বিয়ের পর সংসার, সন্তান নিয়ে ব্যস্ত হয়ে পড়েন তিনি।
সংবাদ শিরোনাম :
আজ জাতিসংঘ মহাসচিবের বাংলাদেশ সফরের যত কর্মসূচি
টানা দুই দিন ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির পূর্বাভাস
৩ সংবাদমাধ্যমসহ জেমকন গ্রুপের ৩৬ প্রতিষ্ঠানের শেয়ার জব্দ
নার্সকে ধর্ষণের অভিযোগে ক্লিনিক মালিক গ্রেপ্তার
ইত্যাদি’র নৃত্যে চমক একমঞ্চে সাফা, মাহি আয়মান ও পারসা
বগুড়ায় ২ শিশু ধর্ষণের শিকার, অভিযুক্ত দিনমজুর পলাতক
জংলি’র টিজারে ভিন্ন এক সিয়াম
রোজায় চালের বাড়তি দামে চাপে সাধারণ ভোক্তা
বিচারে দীর্ঘসূত্রতা ও শাস্তি না হওয়ায় বাড়ছে ধর্ষণ-নির্যাতন
বায়ুদূষণের শীর্ষে কাঠমান্ডু, ঢাকার অবস্থান কত
স্বাধীনতা দিবস উপলক্ষে প্রতিযোগিতায় তিন ছবি
-
বাঙ্গালী কণ্ঠ ডেস্ক
- আপডেট টাইম : ০৬:৪৫ অপরাহ্ন, শুক্রবার, ১৭ মার্চ ২০১৭
- 788
Tag :
জনপ্রিয় সংবাদ