কালীগঞ্জ উপজেলার নিত্যানন্দীপুর খড়িতলা গ্রামের প্রতিবন্ধী রেজাউল করিম সবুজ সাতক্ষীরা – ৪ অাসনের সংসদ সদস্য এস, এম জগলুল হায়দার মহোদয়ের দৃষ্টি অাকর্ষণ করে তার শারীরিক এবং সামাজিক সমস্যার কথা জানিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি চিঠি লেখেন। যেটি সাংসদের নজরে অাসে। অার সেটি দেখতে পেয়েই অাজ শুক্রবার সকালে সবুজের বাড়িতে উপস্থিত হন এমপি।
এসময় এস, এম জগলুল হায়দার দীর্ঘক্ষণ সবুজের কথা মনোযোগ সহকারে শোনেন এবং সমাধানের জন্য অাশ্বস্ত করেন। সবুজ এমপির কাছে একটি চাকরীর কথা বললে এমপি মহোদয় তাকে বিভিন্ন সরকারী দপ্তরে চাকরীর জন্য অাবেদন করে জানাতে বলেন এবং যথাসাধ্য চেষ্টা করবেন বলে কথা দেন। এমপি মহোদয় সবুজকে ব্যক্তিগত তহবিল হতে নগদ অার্থিক সাহায্য প্রদান করেন। সবুজের বাড়িতে এস, এম জগলুল হায়দার এমপি অাসায় হতবাক হয়ে যায় উপস্থিত এলাকাবাসী। কারণ সবুজের কাছে এমপি মহোদয় অাসছেন শুনে এলাকাবাসী বিশ্বাস করে উঠতে পারেন নি। সকলেই এমপি মহোদয়কে অান্তরিক ধন্যবাদ জানান।