ঢাকা , শুক্রবার, ১৮ এপ্রিল ২০২৫, ৫ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বৃষ্টি কবে কমবে, জানাল আবহাওয়া অফিস কর্মীদের বিদেশ পাঠানোর ক্ষেত্রে ৮০ ভাগ সমস্যা দেশ থেকেই তৈরি: পররাষ্ট্র উপদেষ্টা কওমি সনদ বাস্তবায়নের দায়িত্ব শিক্ষা মন্ত্রণালয়ের : ধর্ম উপদেষ্টা টাইম ম্যাগাজিনে হিলারি ক্লিনটনের কলামে ড. ইউনূসকে নিয়ে প্রশংসা বাংলাদেশ-জিম্বাবুয়ে সিরিজ দেখা যাবে যে চ্যানেলে টিপ-কাণ্ডে তিন বছর পর মামলা কেনিয়ায় চা-বাগান নিয়ে স্থানীয় ও বিদেশি এস্টেটগুলোর দ্বন্দ্ব, ক্ষতির মুখে শিল্প প্রতিদিন একটি কলা খাওয়া কাদের জন্য জরুরি মেটার বিরুদ্ধে অ্যান্টিট্রাস্ট মামলা, আলাদা হতে পারে ইনস্টাগ্রাম-হোয়াটসঅ্যাপ বাজারে কাঁকরোলের কেজি ১৪০, বেগুনের সেঞ্চুরি

যেসব খাবার খেলে মশা কামড়ায় না

বাঙালি কণ্ঠ নিউজঃ  মশার কামড়ে ছেলে বুড়ো সবাই অশান্তিতে। শান্তিতে ঘুমাতে পারা যায় না। গরমকাল মানেই মশার দাপট। এসময় রক্তখেকো মশাগুলো দাপিয়ে বেড়ায় ঘরে-বাইরে। সুযোগ বুঝে কখনও হাতে কামড় বসায়, তো কখনও ঘাড়ে, আবার কখনো কানের কাছে পো পো গান শুনিয়ে অতিষ্ট করে ছাড়ছে।

এছাড়া বর্তমানে যেভাবে ম্যালেরিয়া, ডেঙ্গু আর চিকুনগুনিয়ার প্রকোপ বেড়েছে তাতে মশা দেখলেই ভয় লাগে। এখন উপায়! তবে মশা নিয়ে বেশি চিন্তা করে শরীরের ঘাম ঝড়ানে নিষেধ করেছেন বিশেষজ্ঞরা । তাদের মতে, কিছু খাবার আছে যা খেলে মশা আপনার কাছে ঘেঁষবে না, এবং ম্যালেরিয়া, চিকুনগুনিয়া এবং ডেঙ্গুর মতো রোগের আশংকাও থাকবে না।

তবে দেরি কেন আসুন জেনে নেয়া যাক-

রসুন এবং পেঁয়াজ:
এই দুটি সবজি শরীরে প্রবেশ করা মাত্র আমাদের গা থেকে অ্যালিসিন নামে একটি কম্পাউন্ড বেরুতে শুরু করে, যা মশাদের দূরে রাখতে বিশেষ ভূমিকা পালন করে থাকে।

অ্যাপেল সিডার ভিনিগার:
প্রতিদিন মধু, স্যুপ অথবা স্যালাতে ১ চামচ অ্যাপেল সিডার ভিনিগার মিশিয়ে খেলে শরীর থেকে একটা গন্ধ বেরোয়। এই গন্ধ মশারা সহ্য করতে পারে না। আর বিরক্তিকর মশার দল কাছে ঘেঁষতেও পারে না।

কাঁচা মরিচ:
গবেষণায় দেখা গেছে প্রতিদিন বেশি বেশি করে মরিচ খেলে একটা মশাও কামড়াবে না। কারণ মরিচে রয়েছে ক্যাপসিসিন নামে একটি উপাদান, যা মশাদের দূরে রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে।

পেঁয়াজকলি:
এটি খাওয়া মাত্র এতে উপস্থিত সিট্রোনেলা তেল আমাদের শরীর থেকে বেরুতে শুরু করে, যা কোনও এক অজানা কারণে মশাদের দূরে রাখতে দারুন কাজে আসে।

মটরশুঁটি, ডাল এবং টমেটো:
এই তিনটিতেই রয়েছে থিয়ামিন নামে একটি উপাদান। এটি শরীরে প্রবেশ করা মাত্র বিক্রিয়ার মাধ্যমে আমাদের শরীর থেকে এক ধরনের গন্ধ বের করে, যা মশাদের দূরে রাখে।

Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

বৃষ্টি কবে কমবে, জানাল আবহাওয়া অফিস

যেসব খাবার খেলে মশা কামড়ায় না

আপডেট টাইম : ০৪:২৫ অপরাহ্ন, বুধবার, ১২ জুলাই ২০১৭

বাঙালি কণ্ঠ নিউজঃ  মশার কামড়ে ছেলে বুড়ো সবাই অশান্তিতে। শান্তিতে ঘুমাতে পারা যায় না। গরমকাল মানেই মশার দাপট। এসময় রক্তখেকো মশাগুলো দাপিয়ে বেড়ায় ঘরে-বাইরে। সুযোগ বুঝে কখনও হাতে কামড় বসায়, তো কখনও ঘাড়ে, আবার কখনো কানের কাছে পো পো গান শুনিয়ে অতিষ্ট করে ছাড়ছে।

এছাড়া বর্তমানে যেভাবে ম্যালেরিয়া, ডেঙ্গু আর চিকুনগুনিয়ার প্রকোপ বেড়েছে তাতে মশা দেখলেই ভয় লাগে। এখন উপায়! তবে মশা নিয়ে বেশি চিন্তা করে শরীরের ঘাম ঝড়ানে নিষেধ করেছেন বিশেষজ্ঞরা । তাদের মতে, কিছু খাবার আছে যা খেলে মশা আপনার কাছে ঘেঁষবে না, এবং ম্যালেরিয়া, চিকুনগুনিয়া এবং ডেঙ্গুর মতো রোগের আশংকাও থাকবে না।

তবে দেরি কেন আসুন জেনে নেয়া যাক-

রসুন এবং পেঁয়াজ:
এই দুটি সবজি শরীরে প্রবেশ করা মাত্র আমাদের গা থেকে অ্যালিসিন নামে একটি কম্পাউন্ড বেরুতে শুরু করে, যা মশাদের দূরে রাখতে বিশেষ ভূমিকা পালন করে থাকে।

অ্যাপেল সিডার ভিনিগার:
প্রতিদিন মধু, স্যুপ অথবা স্যালাতে ১ চামচ অ্যাপেল সিডার ভিনিগার মিশিয়ে খেলে শরীর থেকে একটা গন্ধ বেরোয়। এই গন্ধ মশারা সহ্য করতে পারে না। আর বিরক্তিকর মশার দল কাছে ঘেঁষতেও পারে না।

কাঁচা মরিচ:
গবেষণায় দেখা গেছে প্রতিদিন বেশি বেশি করে মরিচ খেলে একটা মশাও কামড়াবে না। কারণ মরিচে রয়েছে ক্যাপসিসিন নামে একটি উপাদান, যা মশাদের দূরে রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে।

পেঁয়াজকলি:
এটি খাওয়া মাত্র এতে উপস্থিত সিট্রোনেলা তেল আমাদের শরীর থেকে বেরুতে শুরু করে, যা কোনও এক অজানা কারণে মশাদের দূরে রাখতে দারুন কাজে আসে।

মটরশুঁটি, ডাল এবং টমেটো:
এই তিনটিতেই রয়েছে থিয়ামিন নামে একটি উপাদান। এটি শরীরে প্রবেশ করা মাত্র বিক্রিয়ার মাধ্যমে আমাদের শরীর থেকে এক ধরনের গন্ধ বের করে, যা মশাদের দূরে রাখে।