বাঙালী কণ্ঠ নিউজঃ পাকুন্দিয়া উপজেলার হোসেন্দী ইউনিয়নের পশ্চিম কুমারপুর এবং জাঙ্গালিয়া ইউনিয়নের তারাকান্দি দক্ষিণপাড়া গ্রামের ৬১টি পরিবারের মাঝে শুভ বিদ্যুতায়ন উদ্বোধন করলেন জাতীয় সংসদের নবনির্বাচিত প্যানেল স্পিকার ও কিশোরগঞ্জ -২ (কটিয়াদী-পাকুন্দিয়া) আসনের সংসদ সদস্য এ্যাড. মো: সোহরাব উদ্দিন।
এসময় উপস্থিত ছিলেন পল্লী বিদ্যুতের হোসেনপুর জোনাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার প্রকৌশলী আব্দুল্লাহ আল মামুন, উপজেলা পরিষদের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান ফজলুল হক বাচ্চু, পাকুন্দিয়া থানার ওসি মোহাম্মদ সামসুদ্দীন, পাটুয়াভাঙ্গা ইউপি চেয়ারম্যান মুক্তিযোদ্ধা সাহাব উদ্দিন, হোসেন্দী ইউপি চেয়ারম্যান মজিবুর রহমান আকন্দ হামদু, জাঙ্গালিয়া ইউপি চেয়ারম্যান সরকার শামীম আহম্মেদ, যুব মহিলা লীগের কেন্দ্রীয় তথ্য ও গবেষণা সম্পাদক তানিয়া সুলতানা হ্যাপী, পাকুন্দিয়া ডিগ্রি কলেজের সাবেক ভিপি আবদুল হাকিম, জেলা যুবলীগ নেতা সাবেক ভিপি মো. ফরিদ উদ্দিন, উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক মোহাম্মদ এখলাছ উদ্দিন, পৌর যুবলীগের আহ্বায়ক নাজমুল হক দেওয়ান প্রমুখ।