বাঙালী কণ্ঠ নিউজঃ ইন্টার পার্লামেন্ট ইউনিয়ন-আইপিইউ সভাপতি ও বাংলাদেশ জাতীয় সংসদের সদস্য সাবের হোসেন চৌধুরী রাশিয়ার রাষ্ট্রীয় পদক অর্ডেন দ্রুঝবি বা বন্ধুত্বের পদকে ভূষিত হয়েছেন।
শনিবার সেন্ট পিটার্সবার্গে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন তাকে এ পদক তুলে দেন।
রুশ গণমাধ্যমের খবরে বলা হয়েছে, রাশিয়ার ফেডারেল অ্যাসেম্বলির সঙ্গে আন্তঃসংসদীয় সম্পর্ক উন্নয়ন, সহযোগিতা ও পারস্পরিক সমঝোতা শক্তিশালী করতে গুরুত্বপূর্ণ অবদান রাখায় তাকে এ রাষ্ট্রীয় সম্মান দেয়া হয়েছে।
গত ২০০৯ সাল থেকে সাবের হোসেন আইপিইউয়ের সঙ্গে যু্ক্ত আছেন। ২০১৪ সালের অক্টোবরে পরবর্তী তিন বছরের জন্য তিনি আইপিইউয়ের সভাপতি নির্বাচিত হন।
দেশ টিভি