বাঙালী কণ্ঠ নিউজঃ রোববার সরকারের এক তথ্য বিবরণীতে বলা হয়, ময়মনসিংহের ত্রিশালের কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক শামসুর রহমানের ‘দুর্নীতি’ নিয়ে একটি টেলিভশনের প্রতিবেদনে উপাচার্য নিজেকে রাষ্ট্রপতির ভাগ্নে পরিচয় দেন বলে বলা হয়েছে।
“প্রফেসর শামসুর রহমান রাষ্ট্রপতির কোনো আত্মীয় নন।”
এই বিষয় ছাড়াও সাম্প্রতিক সময়ে কিছু অসাধু ব্যক্তি রাষ্ট্রপতি ও তার পরিবারের সদস্যদের নাম ব্যবহার করে অবৈধ সুবিধা নেওয়ার চেষ্টা করছেন বলে তথ্য বিবরণীতে বলা হয়েছে।
এসব ক্ষেত্রে কেউ রাষ্ট্রপতির পরিবারের সদস্য পরিচয় দিলে বিষয়টি নিশ্চিত হতে রাষ্ট্রপতির কার্যালয়ের সচিব (টেলিফোন: ০২-৯৫৬৬২৩৩) বা রাষ্ট্রপতির প্রেস সচিবের (টেলিফোন: ০২-৯৫৬৬৫৯৪) সঙ্গে যোগাযোগের জন্য অনুরোধ করা হয়েছে।