বাঙালী কণ্ঠ নিউজঃ বন্যার ক্ষতি কাটিয়ে ঘুরে দাঁড়িয়েছে দিনাজপুরের হিলির পানচাষিরা। গত বছর পানের বরজে বিভিন্ন রোগ বালাই দেখা দেয়ায় লোকসান গুণতে হয়েছিল চাষিদের। এবছর ফলন হয়েছে ভালো। পাশাপাশি বাজারে দাম পাওয়ায় অনেকটাই স্বস্তিতে ফিরেছে তারা।
তবে চাষিরা জানিয়েছে যে, ভারত থেকে পান আমদানি হলে দেশীয় পানের দাম কমে যাবে। এতে লোকসানে পড়তে হবে তাদের।
জানা গেছে, দিনাজপুরের হিলিতে এ বছর পান চাষ হয়েছে ২৮ হেক্টর জমিতে। এখানকার পান সুস্বাদু হওয়ায় চাহিদাও রয়েছে প্রচুর। ফলে, দেশের বিভিন্ন স্থান থেকে হিলিতে পান ক্রয় করতে আসে পাইকারি ব্যবসায়ীরা।
হাকিমপুর উপজেলা কৃষি অধিদপ্তর কর্মকর্তা শামিমা নাজনীন জানান, পান চাষে কৃষকদের বিভিন্নভাবে সাহায্য-সহযোগিতা করেছেন তাঁরা।
পান চাষের সাথে সংশ্লিষ্টরা মনে করেন, সরকারি-বেসরকারি সহযোগিতা পেলে পান উৎপাদনে আরো উদ্যোগী হবে চাষিরা।