ঢাকা , রবিবার, ০৬ জুলাই ২০২৫, ২২ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জুলাই যোদ্ধার বিরুদ্ধে অপপ্রচারের ভুয়া ভিডিও শনাক্ত: বাংলাফ্যাক্ট নেতানিয়াহুর আচরণে বিরক্ত ট্রাম্প, বিশ্বাসঘাতকতার আঁচ পাচ্ছেন ৬ জুলাই: বিক্ষোভে উত্তাল দেশ, বাংলা ব্লকেড কর্মসূচি ঘোষণা টানা ৪১ দিন জামাতে নামাজ আদায়ে ১৭ কিশোর পেল বাইসাইকেল সঞ্চয়পত্রে মুনাফার হার বাড়ালে ব্যাংকে কেউ টাকা রাখবে না মিডিয়াকে চাপ না দিতে গোয়েন্দা সংস্থাকে নির্দেশনা দেওয়া হয়েছে শিক্ষা ও স্বাস্থ্য জামায়াতের দখলে: গয়েশ্বর আ. লীগ নেতাদের পৈশাচিক দমন-পীড়ন ছিল ইয়াজিদ বাহিনীর সমতুল্য: তারেক রহমান ইলিয়াস আলী ফিরবেন, প্রত্যাশা বিএনপি নেতা মালিকের টাঙ্গুয়ার হাওরে মদের বোতল হাতে নারী পর্যটক

বাংলাদেশকে চীনের ডেঙ্গু চিকিৎসা সরঞ্জাম হস্তান্তর

ডেঙ্গু মোকাবিলায় বাংলাদেশকে সহায়তার অংশ হিসেবে গতকাল বৃহস্পতিবার (৩ জুলাই) ঢাকায় চীনা দূতাবাস স্বাস্থ্য অধিদপ্তরের (ডিজিএইচএস) কাছে এক কনসাইনমেন্ট ডেঙ্গু চিকিৎসা সরঞ্জাম হস্তান্তর করেছে।

দূতাবাস প্রাঙ্গণে আয়োজিত হস্তান্তর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঢাকাস্থ চীনা দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্স ড. লিউ ইউইন, স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের বিশেষ সহকারী অধ্যাপক ড. মো. সাইদুর রহমান এবং স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ড. মো. আবু জাফর।

অনুষ্ঠানে বক্তব্যে ড. লিউ বলেন, চীন সবসময় বাংলাদেশের একজন ভালো প্রতিবেশী, বন্ধু ও অংশীদার হয়ে পাশে থাকবে। এই উপহার দুই দেশের নেতৃবৃন্দের পারস্পরিক বোঝাপড়ার বাস্তব প্রতিফলন এবং বাংলাদেশের স্বাস্থ্য খাতে চীনের চলমান সহায়তার অংশ বলেও তিনি উল্লেখ করেন।

তিনি আরও বলেন, ‘চীন জনস্বাস্থ্য খাতে বাংলাদেশকে সঙ্গে নিয়ে সহযোগিতা জোরদার করবে এবং বৈশ্বিক স্বাস্থ্য সুরক্ষায় একটি অভিন্ন ভবিষ্যতের সম্প্রদায় গড়ে তুলবে।’

অধ্যাপক ড. সাইদুর রহমান চীন সরকারের ধারাবাহিক সহযোগিতার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং চীনকে বাংলাদেশের একটি নির্ভরযোগ্য উন্নয়ন সহযোগী হিসেবে অভিহিত করেন।

তিনি বলেন, ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় এসব উপকরণ উল্লেখযোগ্য সহায়তা দেবে এবং ভবিষ্যতে স্বাস্থ্যসহ অন্যান্য খাতেও দ্বিপক্ষীয় সম্পর্ক আরও গভীর হবে বলে আশা প্রকাশ করেন।

অনুষ্ঠানে বাংলাদেশ ও চীনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। দুই দেশের দীর্ঘস্থায়ী অংশীদারিত্বকে আরও এক ধাপ এগিয়ে নেওয়ার প্রতীক হয়ে থাকল এই হস্তান্তর অনুষ্ঠান।

Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

জনপ্রিয় সংবাদ

জুলাই যোদ্ধার বিরুদ্ধে অপপ্রচারের ভুয়া ভিডিও শনাক্ত: বাংলাফ্যাক্ট

বাংলাদেশকে চীনের ডেঙ্গু চিকিৎসা সরঞ্জাম হস্তান্তর

আপডেট টাইম : ০১:৪৩ অপরাহ্ন, শুক্রবার, ৪ জুলাই ২০২৫

ডেঙ্গু মোকাবিলায় বাংলাদেশকে সহায়তার অংশ হিসেবে গতকাল বৃহস্পতিবার (৩ জুলাই) ঢাকায় চীনা দূতাবাস স্বাস্থ্য অধিদপ্তরের (ডিজিএইচএস) কাছে এক কনসাইনমেন্ট ডেঙ্গু চিকিৎসা সরঞ্জাম হস্তান্তর করেছে।

দূতাবাস প্রাঙ্গণে আয়োজিত হস্তান্তর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঢাকাস্থ চীনা দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্স ড. লিউ ইউইন, স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের বিশেষ সহকারী অধ্যাপক ড. মো. সাইদুর রহমান এবং স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ড. মো. আবু জাফর।

অনুষ্ঠানে বক্তব্যে ড. লিউ বলেন, চীন সবসময় বাংলাদেশের একজন ভালো প্রতিবেশী, বন্ধু ও অংশীদার হয়ে পাশে থাকবে। এই উপহার দুই দেশের নেতৃবৃন্দের পারস্পরিক বোঝাপড়ার বাস্তব প্রতিফলন এবং বাংলাদেশের স্বাস্থ্য খাতে চীনের চলমান সহায়তার অংশ বলেও তিনি উল্লেখ করেন।

তিনি আরও বলেন, ‘চীন জনস্বাস্থ্য খাতে বাংলাদেশকে সঙ্গে নিয়ে সহযোগিতা জোরদার করবে এবং বৈশ্বিক স্বাস্থ্য সুরক্ষায় একটি অভিন্ন ভবিষ্যতের সম্প্রদায় গড়ে তুলবে।’

অধ্যাপক ড. সাইদুর রহমান চীন সরকারের ধারাবাহিক সহযোগিতার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং চীনকে বাংলাদেশের একটি নির্ভরযোগ্য উন্নয়ন সহযোগী হিসেবে অভিহিত করেন।

তিনি বলেন, ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় এসব উপকরণ উল্লেখযোগ্য সহায়তা দেবে এবং ভবিষ্যতে স্বাস্থ্যসহ অন্যান্য খাতেও দ্বিপক্ষীয় সম্পর্ক আরও গভীর হবে বলে আশা প্রকাশ করেন।

অনুষ্ঠানে বাংলাদেশ ও চীনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। দুই দেশের দীর্ঘস্থায়ী অংশীদারিত্বকে আরও এক ধাপ এগিয়ে নেওয়ার প্রতীক হয়ে থাকল এই হস্তান্তর অনুষ্ঠান।