ঢাকা , শনিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৪, ১২ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
যত দ্রুত নির্বাচন, ততই দেশের মঙ্গল: মির্জা ফখরুল ২৯ সেপ্টেম্বর থেকে দেখা যাবে দ্বিতীয় চাঁদ এক পদে দুইবারের বেশি কেউ নয়: আসিফ কলকাতায় চড়া দামে বিক্রি হচ্ছে বাংলাদেশি ইলিশ ভারী বৃষ্টির কারণে উত্তরাঞ্চলে বন্যার আশঙ্কা, দ্রুত বাড়ছে নদ-নদীর পানি সাম্প্রদায়িক-জাতিগত সংঘাতের সুযোগ বাংলাদেশে নেই: খেলাফত মজলিস হিজবুল্লাহ প্রধানকে লক্ষ্য করে বিমান হামলা বাংলাদেশের প্রতি সমর্থন ও সহযোগিতা বাড়াতে বিশ্ব সম্প্রদায়ের প্রতি ড. ইউনূসের আহ্বান যে সরকার কোরআনকে জঙ্গি কিতাব বলে, সে সরকার মুসলমানদের নয়: মুজিবুর জাতিসংঘে বাংলায় ভাষণ ড. ইউনূস ‘তরুণরা যে প্রজ্ঞা, সাহস ও প্রত্যয় দেখিয়েছে তা আমাদের অভিভূত করেছে’

ভেজাল বা মেডিসিন দেয়া খাবার চেনার ৩টি উপায়

বাঙালী কণ্ঠ নিউজঃ ভেজাল জিনিসের ছড়াছড়ি আজকাল সর্বত্র। যে খাবার আমরা রোজ খাই যেমন ভাত, দুধ, শাকসবজি তাতেও ভেজাল। সহজে আসল নকল বোঝার উপায় নেই দোকানে কিনতে গিয়ে। কিন্তু বাড়িতে এসে কয়েকটি উপায়ে বুঝে নিন আপনার খাবার নকল কিনা। ভাবছেন কীভাবে বুঝবেন? খুব সহজ কয়েকটি উপায় আসুন তাহলে সহজেই জেনে নেই উপায়গুলো।

নকল খাবার:

১. বাঙালি মানেই ভাত ছাড়া একবেলাও চলে না। কিন্তু আজকাল প্লাস্টিকের চাল বাজারে রমরমিয়ে চলছে। বুঝতেও পারবেন না খাবার পাতে যে ভাত দেখছেন তা আসল চাল না প্লাস্টিকের। তাই যা করবেন-
• বাজার থেকে চাল কিনে আনার পর, এক কাপ চাল নিয়ে সেদ্ধ করুন।

• পানি ফুটলে যদি পানির উপর মোটা ফোমের মতো লেয়ার বা স্তর জমতে দেখা দেয় তাহলে ওই চাল কিন্তু আসল না।

• আর একটি উপায়ে দেখে নিন চাল প্লাস্টিকের কিনা। এটি আরো সহজ। একটি কড়াইয়ে তেল নিন ২চা চমচ। তেল গরম হলে তাতে অল্প একটু চাল ফেলে দিন।

• যদি দেখেন চাল কড়াইয়ের গায়ে লেগে যাচ্ছে তাহলে এটি প্লাস্টিকের চাল।

২. রোজকার চায়ে যে দুধ খাচ্ছেন বা আপনার বাচ্চারা যে দুধ খাচ্ছে তাও ভেজাল কিনা জানতে পারেন সহজে। জানতে যা করবেন।

• দুধ কিনে আনার পর একটি পাত্রে সমপরিমান দুধ ও পানি মেশান।

• হালকা করে দুধ ও পানি মিশিয়ে নেওয়ার পর কিছুক্ষণ স্বাভাবিক তাপমাত্রায় রেখে দিন।

• যদি এরপর দেখেন যে পানি ও দুধের মিশ্রণের উপর ফেনা ফেনা হয়ে উঠেছে বা সাদা ফোমের লেয়ার জমে গিয়েছে, তাহলে ওই দুধে ডিটারজন্ট মেশানো।

৩. নানারকমের সবজি বা শাক নকল কিনা জেনে নিন। জানতে যা করবেন।

• বাজার থেকে যেকোনো সবজি আনার পর ঠাণ্ডা পানিতে কিছুক্ষণ ভিজিয়ে রাখুন যদি দেখেন পানির রঙ সবজির রঙের মতো হয়ে গেছে তাহলে বুঝে নিন ওতে রঙ মেশানো।

• শাক বা বাঁধাকপি কিনে আনলে একটা পাতা নিয়ে আগুনে পুড়িয়ে দেখুন।

• যদি সেটি না পোড়ে তাহলে বুঝে নিন এতে প্লাস্টিক মেশানো রয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

যত দ্রুত নির্বাচন, ততই দেশের মঙ্গল: মির্জা ফখরুল

ভেজাল বা মেডিসিন দেয়া খাবার চেনার ৩টি উপায়

আপডেট টাইম : ০৬:১৯ পূর্বাহ্ন, শুক্রবার, ১৪ সেপ্টেম্বর ২০১৮

বাঙালী কণ্ঠ নিউজঃ ভেজাল জিনিসের ছড়াছড়ি আজকাল সর্বত্র। যে খাবার আমরা রোজ খাই যেমন ভাত, দুধ, শাকসবজি তাতেও ভেজাল। সহজে আসল নকল বোঝার উপায় নেই দোকানে কিনতে গিয়ে। কিন্তু বাড়িতে এসে কয়েকটি উপায়ে বুঝে নিন আপনার খাবার নকল কিনা। ভাবছেন কীভাবে বুঝবেন? খুব সহজ কয়েকটি উপায় আসুন তাহলে সহজেই জেনে নেই উপায়গুলো।

নকল খাবার:

১. বাঙালি মানেই ভাত ছাড়া একবেলাও চলে না। কিন্তু আজকাল প্লাস্টিকের চাল বাজারে রমরমিয়ে চলছে। বুঝতেও পারবেন না খাবার পাতে যে ভাত দেখছেন তা আসল চাল না প্লাস্টিকের। তাই যা করবেন-
• বাজার থেকে চাল কিনে আনার পর, এক কাপ চাল নিয়ে সেদ্ধ করুন।

• পানি ফুটলে যদি পানির উপর মোটা ফোমের মতো লেয়ার বা স্তর জমতে দেখা দেয় তাহলে ওই চাল কিন্তু আসল না।

• আর একটি উপায়ে দেখে নিন চাল প্লাস্টিকের কিনা। এটি আরো সহজ। একটি কড়াইয়ে তেল নিন ২চা চমচ। তেল গরম হলে তাতে অল্প একটু চাল ফেলে দিন।

• যদি দেখেন চাল কড়াইয়ের গায়ে লেগে যাচ্ছে তাহলে এটি প্লাস্টিকের চাল।

২. রোজকার চায়ে যে দুধ খাচ্ছেন বা আপনার বাচ্চারা যে দুধ খাচ্ছে তাও ভেজাল কিনা জানতে পারেন সহজে। জানতে যা করবেন।

• দুধ কিনে আনার পর একটি পাত্রে সমপরিমান দুধ ও পানি মেশান।

• হালকা করে দুধ ও পানি মিশিয়ে নেওয়ার পর কিছুক্ষণ স্বাভাবিক তাপমাত্রায় রেখে দিন।

• যদি এরপর দেখেন যে পানি ও দুধের মিশ্রণের উপর ফেনা ফেনা হয়ে উঠেছে বা সাদা ফোমের লেয়ার জমে গিয়েছে, তাহলে ওই দুধে ডিটারজন্ট মেশানো।

৩. নানারকমের সবজি বা শাক নকল কিনা জেনে নিন। জানতে যা করবেন।

• বাজার থেকে যেকোনো সবজি আনার পর ঠাণ্ডা পানিতে কিছুক্ষণ ভিজিয়ে রাখুন যদি দেখেন পানির রঙ সবজির রঙের মতো হয়ে গেছে তাহলে বুঝে নিন ওতে রঙ মেশানো।

• শাক বা বাঁধাকপি কিনে আনলে একটা পাতা নিয়ে আগুনে পুড়িয়ে দেখুন।

• যদি সেটি না পোড়ে তাহলে বুঝে নিন এতে প্লাস্টিক মেশানো রয়েছে।