ঢাকা , সোমবার, ০৭ অক্টোবর ২০২৪, ২২ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ

ত্বক সুন্দর রাখতে আমলকির ব্যবহার

বাঙালী কণ্ঠ নিউজঃ আমলকি ত্বকের যত্নে বহুকাল আগে থেকে ব্যবহার হয়ে আসছে। এটি বার্ধক্যরোধী উপাদান হিসেবে কাজ করে। এটি ত্বককে নরম, উজ্জ্বল ও স্বাস্থ্যকর করতে সাহায্য করে। তাহলে দেরি না করে ত্বক সুন্দর রাখতে আমলকির ব্যবহারের কথা জেনে নিন-

আমলকি, হলুদ ও দইয়ের মিশ্রণ

উপাদান-

দুই টেবিল চামচ আমলকির গুঁড়া
এক চিমটি হলুদ
দুই টেবিলচামচ দই
যেভাবে তৈরি করবেন-

একটি পাত্রের মধ্যে আমলকির গুঁড়া ও এক চিমটি হলুদ গুঁড়া নিন।
এর মধ্যে দই দিন এবং ভালো করে মেশান।
মুখ ভালো করে ধুয়ে নিন। এরপর মিশ্রণটি মুখে লাগান।
একে মুখ ২০ মিনিট রেখে দিন। এই ক্ষেত্রে কোনো সাবান বা ফেসওয়াশ ব্যবহার করবেন না। শুধু পানি দিয়ে মুখ ধোন।

কীভাবে এই মিশ্রণটি কাজ করে-

আমলকির গুণগুলো তো এই মিশ্রণটি থেকে পাওয়া যায়ই, তবে এর পাশাপাশি এখানে রয়েছে হলুদ। হলুদে রয়েছে প্রদাহরোধী উপাদান। এটি ব্রণ কমায়, ত্বককে উজ্জ্বল করে।

এ ছাড়া মিশ্রণটিতে আরো রয়েছে দই। দইয়ের মধ্যে রয়েছে ত্বক ঠাণ্ডা করার উপাদান, রয়েছে ল্যাকটোজ অ্যানজাইম। দই ত্বক থেকে ময়লা কমায়।

তাই ত্বক সুন্দর রাখতে আমলকি, দই ও হলুদের এই মিশ্রণটি ব্যবহার করতে পারেন।

Tag :
আপলোডকারীর তথ্য

ত্বক সুন্দর রাখতে আমলকির ব্যবহার

আপডেট টাইম : ০৭:২৫ পূর্বাহ্ন, সোমবার, ১ অক্টোবর ২০১৮

বাঙালী কণ্ঠ নিউজঃ আমলকি ত্বকের যত্নে বহুকাল আগে থেকে ব্যবহার হয়ে আসছে। এটি বার্ধক্যরোধী উপাদান হিসেবে কাজ করে। এটি ত্বককে নরম, উজ্জ্বল ও স্বাস্থ্যকর করতে সাহায্য করে। তাহলে দেরি না করে ত্বক সুন্দর রাখতে আমলকির ব্যবহারের কথা জেনে নিন-

আমলকি, হলুদ ও দইয়ের মিশ্রণ

উপাদান-

দুই টেবিল চামচ আমলকির গুঁড়া
এক চিমটি হলুদ
দুই টেবিলচামচ দই
যেভাবে তৈরি করবেন-

একটি পাত্রের মধ্যে আমলকির গুঁড়া ও এক চিমটি হলুদ গুঁড়া নিন।
এর মধ্যে দই দিন এবং ভালো করে মেশান।
মুখ ভালো করে ধুয়ে নিন। এরপর মিশ্রণটি মুখে লাগান।
একে মুখ ২০ মিনিট রেখে দিন। এই ক্ষেত্রে কোনো সাবান বা ফেসওয়াশ ব্যবহার করবেন না। শুধু পানি দিয়ে মুখ ধোন।

কীভাবে এই মিশ্রণটি কাজ করে-

আমলকির গুণগুলো তো এই মিশ্রণটি থেকে পাওয়া যায়ই, তবে এর পাশাপাশি এখানে রয়েছে হলুদ। হলুদে রয়েছে প্রদাহরোধী উপাদান। এটি ব্রণ কমায়, ত্বককে উজ্জ্বল করে।

এ ছাড়া মিশ্রণটিতে আরো রয়েছে দই। দইয়ের মধ্যে রয়েছে ত্বক ঠাণ্ডা করার উপাদান, রয়েছে ল্যাকটোজ অ্যানজাইম। দই ত্বক থেকে ময়লা কমায়।

তাই ত্বক সুন্দর রাখতে আমলকি, দই ও হলুদের এই মিশ্রণটি ব্যবহার করতে পারেন।