ঢাকা , সোমবার, ২০ জানুয়ারী ২০২৫, ৬ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ

ইন্ডিয়া জোটের নেতৃত্ব হারাচ্ছেন রাহুল গান্ধী

ভারতের রাজনীতিতে নরেন্দ্র মোদির নেতৃত্বাধীন এনডিএ জোটের প্রবল প্রতিপক্ষ হয়ে দাঁড়িয়েছে কংগ্রেস নেতা রাহুল গান্ধী নেতৃত্বাধীন ইন্ডিয়া জোট। সর্বশেষ নির্বাচনের ফলেও যার প্রমাণ মিলেছে। কর্তৃত্ববাদী মোদি জোট এবার একক সংখ্যাগরিষ্ঠতা অর্জনে ব্যর্থ হয়েছে। কিন্তু বছর না ঘুরতেই ইন্ডিয়া জোটের নেতৃত্ব নিয়ে সংকট তৈরি হয়েছে। শোনা যাচ্ছে এই জোটের নেতৃত্বে নাও থাকতে পারেন রাহুল গান্ধী।

আরজেডি প্রতিষ্ঠাতা ও বর্ষীয়ান রাজনীতিবিদ লালু প্রসাদ যাদব আজ জানিয়েছেন, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী তৃণমূল কংগ্রেসের নেত্রীয় মমতা বন্দোপাধ্যায়ের এই জোটের নেতৃত্ব দেওয়া উচিত। তিনি বলেন, ‘আমরা মমমতাকে সমর্থন জানাচ্ছি। তারই জোটের নেতৃত্বে থাকা উচিত। কংগ্রেস কী মনে করল তাতে কিছু আসে না।’

এর আগে চলতি মাসের শুরুর দিকে মমতা জানিয়েছিলেন, সবাইকে সাথে নিয়ে চলতে হবে। তাকে জিজ্ঞাসা করা হয়েছিল যে তিনি জোটের নেতৃত্ব দেবেন কি না। জবাবে তিনি বলেন, দায়িত্ব পেলে অবশ্যই তিনি তা করবেন। তবে তিনি বিশ্বাস করেন যে জোট ভালোভাবেই চলছে। তিনি বাংলা থেকে বাইরে যেতে চান না।

এরপরই নতুন নেতৃত্ব নিয়ে আলাপ শুরু হতে থাকে। লোকসভায় রাহুল গান্ধী আদানি ইস্যুতে মোদি সরকারকে চাপে ফেলতে চেয়েছিল। কিন্তু তৃণমূল কংগ্রেস জানায়, দ্রব্যমূল্যের দাম, বেকারত্ব ও মণিপুরের অস্থিরতা নিয়ে আলাপ তোলা বেশি জরুরি। কংগ্রেসের পর বড় দল ‍তৃণমূল ও সমাজবাদী পার্টি প্রায়ই ইন্ডিয়া জোটের বিরোধে অংশ নেয়নি।

লোকসভায় প্রধান বিরোধী দল কংগ্রেসের আসন ৯৯ যা ২০১৯ এর চেয়ে দ্বিগুণ। তবে হরিয়ানা ও মহারাষ্ট্রে হেরে যাওয়ার কারণে শরীকদের কাছে কিছুটা চাপে থাকে তারা।

এর আগে শিবসেনা নেতা সঞ্জয় রাউত বলেছিলেন, মমতা বন্দোপাধ্যায়েরই ইন্ডিয়া জোটের শরীক আছেন, তার আরও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করা উচিত।

Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

ইন্ডিয়া জোটের নেতৃত্ব হারাচ্ছেন রাহুল গান্ধী

আপডেট টাইম : ১২:৪১ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ ডিসেম্বর ২০২৪

ভারতের রাজনীতিতে নরেন্দ্র মোদির নেতৃত্বাধীন এনডিএ জোটের প্রবল প্রতিপক্ষ হয়ে দাঁড়িয়েছে কংগ্রেস নেতা রাহুল গান্ধী নেতৃত্বাধীন ইন্ডিয়া জোট। সর্বশেষ নির্বাচনের ফলেও যার প্রমাণ মিলেছে। কর্তৃত্ববাদী মোদি জোট এবার একক সংখ্যাগরিষ্ঠতা অর্জনে ব্যর্থ হয়েছে। কিন্তু বছর না ঘুরতেই ইন্ডিয়া জোটের নেতৃত্ব নিয়ে সংকট তৈরি হয়েছে। শোনা যাচ্ছে এই জোটের নেতৃত্বে নাও থাকতে পারেন রাহুল গান্ধী।

আরজেডি প্রতিষ্ঠাতা ও বর্ষীয়ান রাজনীতিবিদ লালু প্রসাদ যাদব আজ জানিয়েছেন, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী তৃণমূল কংগ্রেসের নেত্রীয় মমতা বন্দোপাধ্যায়ের এই জোটের নেতৃত্ব দেওয়া উচিত। তিনি বলেন, ‘আমরা মমমতাকে সমর্থন জানাচ্ছি। তারই জোটের নেতৃত্বে থাকা উচিত। কংগ্রেস কী মনে করল তাতে কিছু আসে না।’

এর আগে চলতি মাসের শুরুর দিকে মমতা জানিয়েছিলেন, সবাইকে সাথে নিয়ে চলতে হবে। তাকে জিজ্ঞাসা করা হয়েছিল যে তিনি জোটের নেতৃত্ব দেবেন কি না। জবাবে তিনি বলেন, দায়িত্ব পেলে অবশ্যই তিনি তা করবেন। তবে তিনি বিশ্বাস করেন যে জোট ভালোভাবেই চলছে। তিনি বাংলা থেকে বাইরে যেতে চান না।

এরপরই নতুন নেতৃত্ব নিয়ে আলাপ শুরু হতে থাকে। লোকসভায় রাহুল গান্ধী আদানি ইস্যুতে মোদি সরকারকে চাপে ফেলতে চেয়েছিল। কিন্তু তৃণমূল কংগ্রেস জানায়, দ্রব্যমূল্যের দাম, বেকারত্ব ও মণিপুরের অস্থিরতা নিয়ে আলাপ তোলা বেশি জরুরি। কংগ্রেসের পর বড় দল ‍তৃণমূল ও সমাজবাদী পার্টি প্রায়ই ইন্ডিয়া জোটের বিরোধে অংশ নেয়নি।

লোকসভায় প্রধান বিরোধী দল কংগ্রেসের আসন ৯৯ যা ২০১৯ এর চেয়ে দ্বিগুণ। তবে হরিয়ানা ও মহারাষ্ট্রে হেরে যাওয়ার কারণে শরীকদের কাছে কিছুটা চাপে থাকে তারা।

এর আগে শিবসেনা নেতা সঞ্জয় রাউত বলেছিলেন, মমতা বন্দোপাধ্যায়েরই ইন্ডিয়া জোটের শরীক আছেন, তার আরও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করা উচিত।