ঢাকা , সোমবার, ১৪ অক্টোবর ২০২৪, ২৯ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ

আগামী মাসে ব্রিটেনে রোগের চিকিৎসায় গাঁজার ব্যবহার শুরু

বাঙালী কণ্ঠ নিউজঃ মাস খানেকের মধ্যে ব্রিটেনে গাঁজা চিকিৎসায় ওষুধ হিসেবে ব্যবহার শুরু হচ্ছে। ব্রিটেনের স্বরাষ্ট্রমন্ত্রী সাজিদ জাভিদ গাঁজাকে ‘বি’ ক্লাস ধরনের ওষুধ হিসেবে চিহ্নিত করে বলেছেন, দুই সপ্তাহ পরেই এটি ওষুধ হিসেবে ব্যবহারের ঘোষণা দেয়া হবে। কেমোথেরাপির কারণে মৃগীরোগ, বমি বমি ভাব, দীর্ঘস্থায়ী ব্যথায় ভুগছেন এমন রোগিদের গাঁজা ওষুধ হিসেবে দেবেন ডাক্তাররা। সানডে টেলিগ্রাফকে চিকিৎসক জেনিভাইভ এডওয়ার্ডস বলেন, চিকিৎসায় গাঁজার ব্যবহার খুবই উৎসাহব্যঞ্জক ফল এনে দেবে এবং হাজার হাজার রোগী এতে উপকৃত হবে।

এর আগে ব্রিটিশ স্বরাষ্ট্রমন্ত্রী আগামী শরতের আগেই গাঁজায় তৈরি ওষুধও বাজারে ছাড়ার ব্যাপারে আশ্বাস দেন। চিক্রিৎসকরা সর্বপ্রথম ১২ বছরের একটি বালক বিলিকে মৃগীরোগের জন্যে গাঁজামিশ্রিত তেল ব্যবহারের পরামর্শ দেন এবং এতে ভাল ফল পাওয়া যায়। এধরনের তেল তৈরি হচ্ছে কানাডায়। বিলির উপশমই চিকিৎসায় গাঁজা ব্যবহারে নতুন করে চিন্তা করতে ব্রিটিশ সরকারকে বাধ্য করেছে। বিশেষজ্ঞ প্যানেল গাঁজা মিশ্রিত তেল ব্যবহারে ইতিবাচক মত দেওয়ার পর ব্রিটেনে এধরনের তেল ব্যবহার এখন বৈধ।

Tag :
আপলোডকারীর তথ্য

আগামী মাসে ব্রিটেনে রোগের চিকিৎসায় গাঁজার ব্যবহার শুরু

আপডেট টাইম : ১০:০৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১১ অক্টোবর ২০১৮

বাঙালী কণ্ঠ নিউজঃ মাস খানেকের মধ্যে ব্রিটেনে গাঁজা চিকিৎসায় ওষুধ হিসেবে ব্যবহার শুরু হচ্ছে। ব্রিটেনের স্বরাষ্ট্রমন্ত্রী সাজিদ জাভিদ গাঁজাকে ‘বি’ ক্লাস ধরনের ওষুধ হিসেবে চিহ্নিত করে বলেছেন, দুই সপ্তাহ পরেই এটি ওষুধ হিসেবে ব্যবহারের ঘোষণা দেয়া হবে। কেমোথেরাপির কারণে মৃগীরোগ, বমি বমি ভাব, দীর্ঘস্থায়ী ব্যথায় ভুগছেন এমন রোগিদের গাঁজা ওষুধ হিসেবে দেবেন ডাক্তাররা। সানডে টেলিগ্রাফকে চিকিৎসক জেনিভাইভ এডওয়ার্ডস বলেন, চিকিৎসায় গাঁজার ব্যবহার খুবই উৎসাহব্যঞ্জক ফল এনে দেবে এবং হাজার হাজার রোগী এতে উপকৃত হবে।

এর আগে ব্রিটিশ স্বরাষ্ট্রমন্ত্রী আগামী শরতের আগেই গাঁজায় তৈরি ওষুধও বাজারে ছাড়ার ব্যাপারে আশ্বাস দেন। চিক্রিৎসকরা সর্বপ্রথম ১২ বছরের একটি বালক বিলিকে মৃগীরোগের জন্যে গাঁজামিশ্রিত তেল ব্যবহারের পরামর্শ দেন এবং এতে ভাল ফল পাওয়া যায়। এধরনের তেল তৈরি হচ্ছে কানাডায়। বিলির উপশমই চিকিৎসায় গাঁজা ব্যবহারে নতুন করে চিন্তা করতে ব্রিটিশ সরকারকে বাধ্য করেছে। বিশেষজ্ঞ প্যানেল গাঁজা মিশ্রিত তেল ব্যবহারে ইতিবাচক মত দেওয়ার পর ব্রিটেনে এধরনের তেল ব্যবহার এখন বৈধ।