বাঙালী কণ্ঠ নিউজঃ রানওয়েতে ঘণ্টায় প্রায় ২৫০ কিলোমিটার বেগে ছুটা এয়ার ইন্ডিয়ার একটি উড়োজাহাজ দেয়ালে ধাক্কা দেয়ার পরও বড় ধরনের দুর্ঘটনা থেকে রক্ষা পেয়েছে। সঙ্গে প্রাণে বেঁচে গেছেন ১৩৬ যাত্রী। বৃহস্পতিবার রাতে ভারতের তামিলনাড়ুর ত্রিচি আন্তর্জাতিক বিমানবন্দরে এ ঘটনা ঘটে।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির খবরে বলা হয়েছে, পুরোপুরি আকাশে ভাসার আগ মুহূর্তে প্রয়োজনের চেয়ে কম উচ্চতায় থাকা বিমানটি ধাক্কা দেয় বিমানবন্দরের একটি সীমানা দেয়ালে। দেয়ালের সঙ্গে ধাক্কায় উড়োজাহাজটি ক্ষতিগ্রস্ত হলেও এর কোনো যাত্রী বা ক্রু হতাহত হননি।
এনডিটিভি জানাচ্ছে, বোয়িং ৭৩৭-৮০০ মডেলের এয়ার ইন্ডিয়ার এক্সপ্রেস সিরিজের উড়োজাহাজটি দুবাইয়ের উদ্দেশে রওনা দিয়েছিল। দেয়ালের সঙ্গে ধাক্কা লেগে বিমানটির বড় ধরনের কোনো ক্ষতি না হওয়া এবং এরপর চার ঘণ্টার বেশি সময় ধরে উড়াকে বিস্ময়কর বলছেন সংশ্লিষ্টরা। একইসঙ্গে যাত্রীদের প্রাণরক্ষার বিষয়টিকেও অলৌকিক হিসেবেই দেখছেন তারা।