বাঙালী কণ্ঠ নিউজঃ সৌদির বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান দেশটির উত্তরপশ্চিমাঞ্চলে সোমবার বিধ্বস্ত হয়েছে। বিমানে থাকা সব ক্রু নিহত হয়েছেন বলে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে।
মঙ্গলবার সৌদির রাষ্ট্রীয় বার্তা সংস্থা স্পা’র বরাত দিয়ে এ খবর প্রকাশ করেছে রয়টার্স।
ব্রিটেনের তৈরি হক বিমানটিতে কতজন ক্রু ছিল এই বিষয়ে প্রতিবেদনটিতে কিছু বলা হয়নি। বিধ্বস্ত হওয়ার কারণ জানতে তদন্ত চলছে।