ঢাকা , বৃহস্পতিবার, ১২ সেপ্টেম্বর ২০২৪, ২৮ ভাদ্র ১৪৩১ বঙ্গাব্দ

তৃতীয় বিতর্কেও হিলারির জয়

তৃতীয় বিতর্কেও রিপাবলিকান প্রতিদ্বন্দ্বী ডোনাল্ড ট্রাম্পকে হারিয়ে জয়ী হয়েছেন হিলারি ক্লিনটন। লস অ্যাঞ্জেলস টাইমস তিনজন বিচারকের বোর্ড মূল বিতর্ককে ৬টি বিভাগে ভাগ করে তাদের পৃথক রায় দেয়। সেই রায় অনুসারে ট্রাম্প বিতর্কের কোন কোন রাউন্ডে টাই করলে জিততে পারেনি।

তাদের বিচার বিভাগের ফলাফল অনুসারে তিন জন বিচারকের রায়ে প্রথম রাউন্ড হয় টাই বা ড্র। দ্বিতীয় রাউন্ডে দুই বিচারক হিলারিকে জয়ী করেন এবং একজন টাই বা ড্র বলে রায় দেন। তৃতীয় রাউন্ডে টাই বা ড্র হয়। এরপর চতুর্থ, পঞ্চম ও ষষ্ঠ রাউন্ডে একচ্ছত্র ভাবে বিজয়ী হন হিলারি।

লাগ ভেগাসের নেভাডা বিশ্ববিদ্যালয়ে স্থানীয় সময় বুধবার রাত নয়টায় (বাংলাদেশ সময় বৃহস্পতিবার সকাল ৭টায়) এই বিতর্ক শুরু হয়। সেখানে সঞ্চালনা করেন ফক্স নিউজ সানডের উপস্থাপক ক্রিস ওয়ালেস। লস অ্যাঞ্জেলস টাইমস।

Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

তৃতীয় বিতর্কেও হিলারির জয়

আপডেট টাইম : ০৫:২৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ অক্টোবর ২০১৬

তৃতীয় বিতর্কেও রিপাবলিকান প্রতিদ্বন্দ্বী ডোনাল্ড ট্রাম্পকে হারিয়ে জয়ী হয়েছেন হিলারি ক্লিনটন। লস অ্যাঞ্জেলস টাইমস তিনজন বিচারকের বোর্ড মূল বিতর্ককে ৬টি বিভাগে ভাগ করে তাদের পৃথক রায় দেয়। সেই রায় অনুসারে ট্রাম্প বিতর্কের কোন কোন রাউন্ডে টাই করলে জিততে পারেনি।

তাদের বিচার বিভাগের ফলাফল অনুসারে তিন জন বিচারকের রায়ে প্রথম রাউন্ড হয় টাই বা ড্র। দ্বিতীয় রাউন্ডে দুই বিচারক হিলারিকে জয়ী করেন এবং একজন টাই বা ড্র বলে রায় দেন। তৃতীয় রাউন্ডে টাই বা ড্র হয়। এরপর চতুর্থ, পঞ্চম ও ষষ্ঠ রাউন্ডে একচ্ছত্র ভাবে বিজয়ী হন হিলারি।

লাগ ভেগাসের নেভাডা বিশ্ববিদ্যালয়ে স্থানীয় সময় বুধবার রাত নয়টায় (বাংলাদেশ সময় বৃহস্পতিবার সকাল ৭টায়) এই বিতর্ক শুরু হয়। সেখানে সঞ্চালনা করেন ফক্স নিউজ সানডের উপস্থাপক ক্রিস ওয়ালেস। লস অ্যাঞ্জেলস টাইমস।