রাজনৈতিক দলগুলোর সঙ্গে জাতীয় ঐকমত্য কমিশনের প্রথম বৈঠক অনুষ্ঠিত হবে আজ শনিবার। এতে জাতীয় নাগরিক কমিটির চার সদস্যের একটি প্রতিনিধিদল। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার আমন্ত্রণে এই বৈঠকে অংশ নেবেন তারা।
রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে বিকেল ৩টা থেকে সাড়ে ৫টা পর্যন্ত এ বৈঠক অনুষ্ঠিত হবে। এই বৈঠকে বক্তব্য রাখবেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মুহাম্মদ ইউনূস।
জাতীয় নাগরিক কমিটির চার নেতা হলেন- জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক নাসীরুদ্দীন পাটওয়ারী, সদস্যসচিব আখতার হোসেন, মুখপাত্র সামান্তা শারমিন ও মুখ্য সংগঠক সারজিস আলম।
বিষয়টি নিশ্চিত করেছেন নাগরিক কমিটির সহ-মুখপাত্র মুশফিক উস সালেহীন। তিনি বলেন, অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের আমন্ত্রণে বিকেল ৩টায় রাজধানীর বেইলি রোডের ফরেন সার্ভিস একাডেমিতে জাতীয় ঐক্যমত্য কমিশনের প্রথম বৈঠকে জাতীয় নাগরিক কমিটির চার সদস্যের প্রতিনিধিদল অংশ নেবেন।