জাতীয় নির্বাচন দ্রুত অনুষ্ঠিত হবে, এমন প্রত্যাশার কথা জানালেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ শনিবার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে রাজনৈতিক দলগুলোর বৈঠক শেষ করে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
বিএনপি মহাসচিব বলেন, ‘আমরা আশা করব সংস্কারের বিষয়ে দ্রুত ঐকমত্য তৈরি হবে। দ্রুত জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে, এটাই আমাদের প্রত্যাশা।’
সংসদ নির্বাচন আগে হবে নাকি স্থানীয় সরকার নির্বাচন, বিএনপির অবস্থান কী? জানতে চাইলে তিনি বলেন, ‘আমরা আগেও বলেছি, এখনো বলছি। আগে সংসদ নির্বাচন, পরে স্থানীয় সরকার নির্বাচন।’
সংলাপে আলোচ্য বিষয়বস্তু সম্পর্কে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, রাজনৈতিক দলগুলোর কাছে প্রধান উপদেষ্টা আহ্বান জানিয়েছেন যে সংস্কারের যে প্রতিবেদনগুলো প্রত্যেকটি কমিশন দিয়েছে, সেগুলোর ওপর আলাপ-আলোচনা হবে। দলগুলো এটা নিয়ে কমিশনের সঙ্গে কথা বলবে। একটা ঐকমত্যে পৌঁছানোর চেষ্টা করা হবে। সেজন্য আজকে প্রাথমিক আলোচনা, সেখানে বিভিন্ন রাজনৈতিক দলগুলো তাদের মতামত দিয়েছে বলে জানান তিনি।
মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে বিএনপির প্রতিনিধিদলে ছিলেন দলের স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার জমির উদ্দিন সরকার, ড. আবদুল মঈন খান, নজরুল ইসলাম খান, সালাহউদ্দিন আহমদ ও মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ।