বাঙালী কণ্ঠ নিউজঃ বিএনপির কেন্দ্রীয় সিনিয়র যুগ্ম-মহাসচিব রহুল কবির রিজভী রোহিঙ্গাদের জন্য বিএনপির ত্রাণ প্রচেষ্টায় সরকারের বাধার তীব্র নিন্দা করে বলেছেন, অসহায় রোহিঙ্গাদের বঞ্চিত করতেই ত্রাণ কর্মসূচীতে সরকার বাঁধা দিয়েছে।
তিনি বলেন, একদিকে মিয়ানমার রোহিঙ্গাদের নিজ দেশ থেকে তাড়াচ্ছে, অন্যদিকে এদেশে তাঁরা ত্রাণ বঞ্চিত হচ্ছেন। প্রধানমন্ত্রী এই অবস্থায় খাদ্যমন্ত্রীকে চাল আনতে মিয়ানমার পাঠিয়েছেন।
গতকাল শুক্রবার সন্ধ্যায় চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার আমনুরা হাই স্কুল মাঠে ঝিলিম ইউনিয়ন বিএনপি আয়োজিত এক জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, গত বৃহস্পতিবার রাজশাহীর জনসভায় প্রধানমন্ত্রী উন্নয়নের নামে মিথ্যা বলেছেন। গত আট বছরে দেশে প্রকৃত কোন উন্নয়ন হয়নি। প্রধানমন্ত্রী দেশে খুন, গুম ও বিচার বহির্ভূত হত্যাকান্ডের উন্নয়ন করেছেন।
তিনি বলেন, এখন পর্যন্ত প্রধানমন্ত্রী মিয়ানমারের উপর জোরাল চাপ প্রয়োগ করে কোন বক্তব্য রাখেননি। রোহিঙ্গা ইস্যু থেকে জনগনের দৃষ্টি সরাতে আওয়ামী লীগ নেতারা এখন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে নানা রকম মিথ্যা অপপ্রচার চালাচ্ছেন।
চাঁপাইনবাবগঞ্জ সদর থানা বিএনপি সভাপতি ও ঝিলিম ইউপি চেযারম্যান তসিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় আরও বক্তব্য রাখেন, বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটি যুগ্ম-মহাসচিব ও চাঁপাইনবাবগঞ্জ সদর আসনের সাবেক সাংসদ হারুনুর রশীদ, সাবেক সাংসদ ও জেলা বিএনপি সাবেক সাধারণ সম্পাদক সৈয়দা আশিফা আশরাফি পাপিয়া, সদর থানা বিএনপি সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম, গোমস্তাপুর উপজেলা চেয়ারম্যান বাইরুল ইসলাম, চাঁপাইনবাবগঞ্জ পৌর বিএনপি সাধারণ সম্পাদক আ্যাড.ময়েজ উদ্দিন, নাচোল উপজেলা পরিষদ সাবেক ভাইস চেয়ারম্যান আবু তাহের খোকন প্রমুখ।
পরে শুক্রবার রাতে চাঁপাইনবাবগঞ্জ শহরের টিকরামপুরে বিএনপির সভায় বক্তব্য রাখেন রুহুল কবির রিজভী।