বাঙালী কণ্ঠ নিউজঃ নিজ দেশ মিয়ানমারে সেনাবাহিনীর পাশবিকতার মুখে পালিয়ে আসা রোহিঙ্গাদের বায়োমেট্রিক নিবন্ধন তিন লাখ ছাড়িয়েছে। গতকাল শুক্রবার পর্যন্ত গত দেড় মাসে তিন লাখ ১৪ হাজার রোহিঙ্গা নিবন্ধনের আওতায় এসেছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
ওয়ানস্টপ সার্ভিসের মতো নিবন্ধিত রোহিঙ্গারা সঙ্গে সঙ্গে ছবি সম্বলিত একটি পরিচিতি কার্ড পাচ্ছেন। তবে আইওএম’র হিসাব মতে দেশে প্রবেশ করা রোহিঙ্গাদের মাঝে এখনো নিবন্ধনের বাইরে রয়েছে আরো ৩ লাখ রোহিঙ্গা। যা স্থানীয় পরিসংখ্যানে আরো বেশি বলে মনে করছেন সীমান্তবাসী।
উখিয়া উপজেলার কুতুপালং-১, কুতুপালং-২, নোয়াপাড়া, থাইংখালী-১, থাইংখালী-২, বালুখালী এবং টেকনাফ উপজেলার লেদা এই ৭টি ক্যাম্পে নিবন্ধনের কাজ চলছে। পাসপোর্ট এন্ড ইমিগ্রেশনের তত্ত্বাবধানে রোহিঙ্গাদের বায়োমেট্রিক নিবন্ধন কার্যক্রম শুরু হয় গত ১১ সেপ্টেম্বর থেকে। সেনাবাহিনীর সদস্যরা এ কার্যক্রমে সার্বিক সহযোগিতা করছেন।
পাসপোর্ট এন্ড ইমিগ্রেশনের উপ-পরিচালক আবু নোমান মোহাম্মদ জাগির জানান, এখন প্রতিদিন গড়ে ১১ হাজারের বেশি রোহিঙ্গা নিবন্ধিত হচ্ছেন। তাদের অনেকটা ওয়ানস্টপ সার্ভিস দেওয়া হচ্ছে।