বাঙালী কণ্ঠ নিউজঃ কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদের দান সিন্দুক খোলা হয়েছে। শনিবার (১৩ অক্টোবর) সকালে জেলা প্রশাসনের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাগণের উপস্থিতিতে দান সিন্দুকগুলো খোলা হয়।
তিন মাস ৬ দিন পর খোলা হয়েছে দান সিন্দুকগুলো। সর্বশেষ গত জুলাই মাসের ৭ তারিখ খোলা হয়েছিল এসকল দান সিন্দুকগুলো তখন ৮৮ লাখ ২৯ হাজার ১৭ টাকা পাওয়া গিয়েছিল।
জেলা শহরের নরসুন্দা নদীর তীরে এ মসজিদটির অবস্থান। প্রতিদিন এ মসজিদটিতে অসংখ্য মানুষ টাকা, স্বর্নালংকার পশু পাখি ও বিভিন্ন জিনিসপত্র দান করে থাকেন।
সিনিয়র নির্বাহী ম্যাজিষ্ট্রেট আবু তাহের সাঈদ জানান, ঐতিহাসিক পাগলা মসজিদের ৫ টি দান সিন্দুক খোলা হয়েছে। পাগলা মসজিদে এবার ১ কোটি ১৩ লক্ষ ৯৬ হাজার ৬ শত ৮৫ টাকা পাওয়া গেছে। তাছাড়া স্বার্নালংকার ও কিছু বৈদেশিক মুদ্রাও পাওয়া যায়। টাকাগুলো রুপালি ব্যাংকে রাখা হবে।
দেশের অন্যতম আয়কারী ধর্মীয় এ প্রতিষ্ঠানটি ইতিমধ্যে “পাগলা মসজিদ ইসলামী কমপ্লেক্স” হিসেবে নামকরণ করা হয়েছে। মসজিদের আয় থেকে বিভিন্ন সেবামূলক খাতে অর্থ সাহায্য করা হয়।